নির্বাসন
by Zamil Sujon | February 26, 2014 6:43 pm
.
.
.
.
.
.
.
.
.
.
এখানে তোর সবই ছিল
বসতবাটি, থালাবাসন আর
টুকিটাকি প্রয়োজনীয় আসবাব।
একটু দূরে পুকুরের ওপাশে
নিশ্চুপ দাঁড়িয়ে থাকা গাব গাছ
সেও ছিল।
তুই এখানে ছিলি, তোর সংসার ছিল
নিকানো উঠানের ধারে চুলার পাশে
তোর কাদম্বিনী বউ ছিল।
আজ সেখানে সেসব কিছুই নেই।
তুই চলে গেছিস দেশান্তরে
কিসের মোহে কিসের টানে
কেউ জানেনা।
দীর্ঘশ্বাসের যে বোঝা বয়ে বেড়াচ্ছিস
দিনের পর দিন
তাকে টেনে নিতে হবে আমৃত্যু।
এই তোর শাস্তি।
মানুষ হয়ে জন্মেছিস
আর শাস্তি পাবিনা তা কি হয়
হয় না।
আর কখনও ফিরে পাবিনা
সেই মুগ্ধ সকাল, সুনসান দুপুর
আর পদ্মার নরম স্রোত।
তুই শুধু পাবি কাড়ি কাড়ি কষ্ট।
মানুষ হয়ে জন্মেছিস
আর কষ্ট পাবিনা
তা কি হয়
হয়না।
–জামিল হাসান সুজন
Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2014/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8/