by Tushar Roy | February 24, 2013 1:37 am
তুষার রায়
উদ্দীপ্ত দূতাবাসে উজ্জ্বল শহীদ মিনার
রাত বারোটা এক মিনিট
সাতান্ন কালগোয়া সার্কিট।
ঘুমন্ত এই ক্যানবেরা শহরে
প্রবাসীরা গায় প্রভাতফেরী
একুশের প্রথম প্রহরে।
সাতান্ন নম্বর কালগোয়া সার্কিটে
রাত ঠিক বারোটা এক মিনিটে।
নগ্ন পায়ের বিনম্র মিছিল এসে
থামে উজ্জ্বল-আলোকিত এক
শহীদ মিনারের পাদদেশে।
দেখি, দূতাবাসের সবুজ আঙিনায়
বর্ণমালার অহংকারে উন্নতশির দাঁড়িয়ে
শহীদ মিনার – স্পর্ধিত মহিমায়।
মিনার বেদি ভরে ওঠে লাল-হলুদ ফুলে ফুলে
নক্ষত্রেরা খসে পড়ে রঙিন পালকের মতো
পাইন-ইউক্যালিপ্টাস সচকিত হয় হঠাৎ নিদ্রা ভুলে।
হাওয়ায় দোলে লাল-সবুজের পতাকা
যেন সালাম-বরকত জানালো অভয়
প্রবাসে মূর্ত হয় একুশে ফেব্রুয়ারির ঢাকা।
ফিরে আসি বুকে নিয়ে একুশের আবেশ,
পিছনে তাকিয়ে দেখি, মুষ্টিবদ্ধ হাতে
আকাশ ছুঁয়েছে আমার বাংলাদেশ।
ক্যানবেরা, ২১ ফেব্রুয়ারি ২০১৩।
বি.দ্র. মান্যবর হাই কমিশনার জনাব লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরীর বলিষ্ঠ উদ্যোগে, দূতাবাসের সজ্জন কর্মকর্তাদের প্রচেষ্টায় এবং কমিউনিটির কিছু আলোকিত মানুষের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্প্রতি এ শহীদ মিনারটি স্থাপিত হয়।
Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2013/%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%80%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%89%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%ac/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.