তারুণ্যই পারে

by Tushar Roy | March 14, 2013 4:48 am

তারুণ্য পারে
শুধু তারুণ্যই পারে
দানবের কালো থাবা উড়িয়ে দিতে
নিমেষ ফুঁৎকারে।
তারুণ্য পারে
শুধু তারুণ্যই পারে।

তারুণ্য পারে ভেঙে দিতে বিষদাঁত
যা পারেনি কেউ আগে,
তারুণ্য পারে নির্মূল করতে
হায়েনা দানব
বিদ্রোহী শাহবাগে।

তারুণ্য পারে
শুধু তারুণ্যই পারে
প্রতিবাদে বারুদের মতো জ্বলে উঠতে,
তারুণ্যই পারে
প্রেমিকার মুখের হাসির জন্য
স্নিগ্ধ গোলাপ হয়ে ফুটতে।

তারুণ্য পারে
শুধু তারুণ্যই পারে
ভেঙে দিতে স্বৈরাচারের ভিত
হোক সে যতই শক্ত,
তারুণ্যই পারে ভাষার দাবীতে
ঢালতে বুকের রক্ত।

তারুণ্য পারে
শুধু তারুণ্যই পারে
হতে আপোষহীন মুক্তিপাগল,
তারুণ্য পারে লাথি মেরে ভাঙতে
বাধার যতো আগল।

তারুণ্য পারে
শুধু তারুণ্যই পারে
লড়তে বেহিসেবী দুর্বার লড়াই
তারুণ্যই পারে ভেঙে দিতে
অত্যাচারী পাকসেনাদের বড়াই।

তারুণ্য জানেনা আপোষ
লুকোচুরি বাহানা
তারুণ্য দেয় দ্ব্যর্থহীন ঘোষণা
শত্রুশিবিরে সম্মিলিত হানা।

তারুণ্য পারে
শুধু তারুণ্যই পারে।
বায়ান্ন থেকে একাত্তর
তারুণ্যের জয়যাত্রা,
প্রজন্ম চত্বরে সে তারুণ্য এসে
পেল নতুন মাত্রা।

তারুণ্য পারে
শুধু তারুণ্যই পারে
ছিনিয়ে আনতে অধিকার –
তারুণ্য নেয় কলঙ্কমোচনের দায়ভার,
রফিক-শফিক-সালামের মতোই
তারুণ্য এ যুগে – নূর হোসেন
ব্লগার রাজীব হায়দার।

তারুণ্য ফোটে এই ফাগুনে
লাল কৃষ্ণচূড়ার শাখায়
বর্ণমালা হয়ে ওড়ে তারুণ্য
কোকিল-শ্যামার পাখায়।

তারুণ্য পারে
শুধু তারুণ্যই পারে
ক্রান্তিকালে জাতিকে দেখাতে পথ,
একই সূত্রে গেঁথে মিলাতে সব
গড়ে জাতীয় ঐক্যমত।

তারুণ্য পারে
শুধু তারুণ্যই পারে,
তারুণ্য করেছে অতীত ইতিহাস
উজ্জ্বল-গৌরবময়,
এ তারুণ্যই দেখাবে আলো আগামীর পথে
ঘুচিয়ে আঁধার, বিভেদ-সংশয়।

ক্যানবেরা, ২১ ফেব্রুয়ারি ২০১৩।

Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2013/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/