by Shahadat Manik | August 6, 2012 4:08 am
আমি
হয়ত অন্ধকার থেকেই
বলেছি তোমায়;
হয়ত আমায় দেখনি
কোন সরল রেখায়।
মানুষ
যে খান থেকে
চেনা যায়
কোন মুখ
কোন শরীরী আত্মা।
আলো
আমার তো তা ছিল না
হাজার বছর থেকে,
কিছু সপ্ন ছিল
বাকি ছিল কিছু আশা
তলানিতে।
রোদ
হয়তো তুমি আমাকে বোঝনি
নয়তো আমার সরল শব্দের
রেল গাড়ি তোমায় ছুতে
পারেনি।
এমনই হয়।
অপেক্ষা
পতাকা নিয়ে যে মাষ্টার
করে সারাজীবন অপেক্ষা
শুন্য থাকে সে;
রেল যায়, প্লাটফর্মহীন
অন্য কার আংগিনায়।
ধুয়া
কালো ধুয়ায়
হদয় থমকে দাড়ায়
থামাতে চায়
সব কিছু;
যা কিছু আমার
যা কিছু বাকি
আমার যা কিছু আছে।
বল, তাতে
কারো কিছু যায় আসে?
বোঝনি
মাঝে মাঝে মনে হয়
ঠিকই আছে,
কি ভাবে বুঝবে তুমি!
ছোবে, তুমি রোদ
জলে ভেজা কাদামাটির
এক চিলতে আমার আকাশ।
রোদ
তুমি তো রোদ
উত্তাপহীন এক তরফা
ভালোবাসা পাবার রোদ!
ক্যানবেরা
৭ই জুন ২০১২
Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2012/shahadat-maniks-anu-kobita/
Copyright ©2025 PriyoAustralia.com.au unless otherwise noted.