Poem Hoimonti Gaan Othoba

by Anjon Acharya | March 6, 2012 4:48 pm

হৈমন্তী গান অথবা…
অঞ্জন আচায

হেমন্তের বাতাবরণে আমি নিজেকে সি্নগ্ধ করি
শিশির আর শিউলির ঘ্রাণে লেগে থাকা মহুয়ার টান-
আমাকে টেনে নেয় গাঢ়তর হিমের ভেতর;
আমি মুগ্ধতায় তার কথা ভাবতে থাকি।
আমাদের স্বপ্নের সব দরজা-জানালা ভেদ করে খেলা করে সোনালি আলো
তার কথা ভাবতে ভাবতে দিন কাটাই।
ভাবনার ভেতর ডানা মেলা নীলাকাশ;
সেখানে জীবনানন্দের সোনালি ডানার চিল জলের ওপর ছায়া ফেলে ঘোরে।
জলতরঙ্গের ছোট ঢেউয়ে তার নাম লিখে দিই
প্রতীক্ষা করি সেসব স্বপ্নময় দিনগুলোর কথা,
অলৌকিক আবেগে বিহ্বল হই আরও দূর পথ পাড়ি দেওয়ার অভিলাষে।
নিয়ত পাশে থাকে কোলাহলে একাকী
কেবল পথ চলি পাশাপাশি,
সাদাকালো পৃথিবী আজ বড় রঙিন লাগে।

অবশেষে আমরা জীবনকে ভালোবেসে জীবনের পাশে এসে দাঁড়াই।

2012/pdf/poem_hoimonti_gaan_958514297.pdf[1] ( B) 

Endnotes:
  1. 2012/pdf/poem_hoimonti_gaan_958514297.pdf: https://priyoaustralia.com.au/live/wp-content/uploads/files/2012/pdf/poem_hoimonti_gaan_958514297.pdf

Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2012/poem-hoimonti-gaan-othoba/