by Dilruba Shahana | February 24, 2012 6:40 pm
‘আমার প্রাণের মাঝে সুধা আছে’
দিলরুবা শাহানা
আকাশেরতো রয়েছে তারার প্রদীপ
দেখে আবেগে উচ্ছসিত তুমি ও তোমরা!
সাগরে ঝিনুকের বুকে মুক্তার সম্ভার
তোমাদের চোখে আনে মুগ্ধতা অপার!
অর্জুন অশোকের ফুলের পশরা
আনন্দে আপ্লুত করবেই তারা!
আর আমার!
আমার হদয়ে যা আছে
জান কি তা?
আছে শুধুই
অথই অথই অথই
ভালবাসা!*
*জার্মান কবি হেনরিক হাইনের কবিতার ছায়া অবলম্বনে
Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2012/amar-praner-maje-shudha-aache/
Copyright ©2025 PriyoAustralia.com.au unless otherwise noted.