by Dr Zafar Hossain | February 10, 2011 3:30 am
সংসার
জাফর হোসেন
যখন সবাই আগুন নিয়ে খেলে
বাতাস এসে পুড়িয়ে যায় ঘর
জেনে বুঝে আমার কাছে এলে
কেমন কোরে হোলে আবার পর।
জলের ধারা বইছে নিরবধি
তারি মাঝে আমার খেয়া তরি
ডাংগায় তোমার কাটলো জ়ীবন ভর
শূন্যে মেলায় খোকার রঙ্গীন ঘুড়ি।
তারার সাথে আসে ভোরের পাখি
আমায় নিয়ে যাওনা তেপান্তরে
মনের ভেতর উথাল পাতাল ঢেউ
মোষের মতো আবেঘ আসে তেড়ে।
নীলসীমানায় সবুঘ প্রজাপতি
ডাহুক ডাকে গভীর অন্তরে
এক এক করে বন্ধু চলে যায়
ধু ধু করে ধুপখোলা প্রান্তরে।
ভালোবাসার বিস্বাস
জ়াফর হোসেন
তোমার সাথে আমার দেখা হয় অসময়ে ।
পরন্ত বেলায় যখন আমাদের সব শেষ হয়ে যায়
শষ্য কাটা মাঠের মতো পড়ে থাকে বর্তমান
ম্রীয়মান সময়ের সাথে এ জীবনে আড়াআড়ী হয়
ভালোবাসা হয় না ।প্রখর সূর্যের তাপে শুকানো ফুল
তস্তরির অবহেলায় মাটিতে গড়াগড়ি যায়।
তোমার কাছে আমার ঋণ শতাব্দীর,আমার অনাদর সত্তা
গভীর মমতায় একদিন বালুতে প্রাসাদ গড়েছিল
অল্প কটি প্রান বিস্বাস রেখেছিল,তুমি তাদের সামনে ছিলে।
আমি এখন শক্ত মাটিতে দাড়াই ,নিশশাস নেই মুক্ত বাতাসে
অথচ যে প্রান ছড়ায় ভালোবাসার ,অফুরন্ত বন্যা,
আর ফেরে না সে অসীম শরণীর বাকে ।
Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2011/zafar-hossains-poem/
Copyright ©2025 PriyoAustralia.com.au unless otherwise noted.