by Ahmed Saber | February 11, 2011 2:19 am
নিয়াজীর মুখ
আহমেদ সাবের
কেউ কেউ ইতিহাস লেখে –
আগের সমস্ত পাতা,ছিঁড়ে খুঁড়ে আস্তাকুলে ফেলে,
দেয়ালে দেয়ালে আঁকা অপূর্ব ম্যুরাল সব,কালো রঙে ঢেকে।
তারা জব্বার,বরকত আর সালামের নাম মুছে দেয়;
একান্নর প্রতিবাদী স্বর গুলো,মুছে দেয় কালির আঁচড়ে।
বানের স্রোতের মতো ফুঁসে উঠা জনতার ঢলের ক্যানভাস
নিমেষেই ছিঁড়ে ফেলে;ছিন্ন ভিন্ন করে।
মুছে দেয় পল্টনের ভাষানীর সফেদ পাঞ্জাবী।
সত্তরের গন ভোট মুছে দেয়, বজ্র কণ্ঠ মুছে দেয়,
সেই নির্মোঘ বানী -এবারের সংগ্রাম,স্বাধীনতার সংগ্রাম,তাও মুছে দেয়।
সবুজ জমিনে আঁকা লাল সূর্যের পতাকা মুছে দেয়,
ঘরে ঘরে জনতার প্রতিরোধ দুর্গ মুছে দেয়,
আমার সোনার বাংলা – জয় বাংলা মুছে দেয়।
অত্যাচারীর বীভৎস অবয়বে ওরা নিজেদের প্রতিচ্ছবি দেখে প্রতিদিন। তাই,
ওরা ভয় পায়,যদি সত্যিকার ইতিহাস লেখা হয়,
ওরা নাঙ্গা হয়ে যাবে।
ওদের মুখোস খসে দেখা দেবে নিয়াজীর মুখ,
যেমন দিয়েছে ধরা কামরুলের তুলির আঁচড়ে।
সেই ভয়ে,ইতিহাস মুড়ে রাখে ওরা,কুয়াসার ধোঁয়াটে চাদরে।
দেশকে ওরাও ভাল বাসে, তবে পতিতার মত –
শুধুই ভোগের জন্য, তার বেশী নয়।
কখনো জানেনা ওরা, দেশকে মায়ের মত ভালবাসা,
তাকে শুধু দেশপ্রেম কয়।
সিডনী, ডিসেম্বর ২৩, ২০১০
Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2011/niyazir-mukh/
Copyright ©2025 PriyoAustralia.com.au unless otherwise noted.