by Ahmed Saber | December 13, 2010 5:09 pm
আয়রে খোকন
আহমেদ সাবের
পর্ব – ১
খোকন, তখন যে তোর বয়স ছিল ভালবাসার;
মানে এবং অভিমানে কান্না হাসার।
ভরা নদীর স্রোতের মত,
সঙ্গে নিয়ে বন্ধু যত,
গল্প শোনা, গল্প বলার।
বাবড়ি চুলের পাহাড় নিয়ে ছলকে চলার।
থাকতো হাতে এক আধখান প্রেমের চিঠি।
ফিসফিসিয়ে বলতি কথা, হাসতি শুধু মিটি মিটি।
প্রান চাইলে দু একটা প্রেমের পদ্য
ফেলতি লিখে, যেন রে তুই কবি সদ্য।
কখনো বা পথ চলতে দিতি হেসে অট্টহাসি,
পরিয়ে দিয়ে কারো গলায় সর্বনাশা প্রেমের ফাঁসি।
পর্ব – ২
তখন দেশে, অন্ধকারে বর্গী এলো।
সাজানো সব বাগান গুলো করে দিল এলোমেলো।
বকুল ফুলের মন মাতানো গন্ধ ছেপে,
দশ দিগন্ত উঠলো কেঁপে –
কামান গোলার কান ফাটানো শব্দে।
হায়েনারা বললো এসে, রক্ত খাবো, শব দে।
ফুলের গাছে ফুল ফোটে না, গায় না পাখী গান –
করে অভিমান।
রাখালিয়ার বাঁশের বাঁশী কোথায় গেল খুয়ে –
রক্ত স্রোতে ধুয়ে।
পর্ব – ৩
এমন দিনে, বজ্রকন্ঠ উঠলো ডেকে – রুখতে হবে,
হায়েনাদের রুখতে হবে, আসো সবে।
তুই, শুনলি যেন হ্যামিলনের যাদুর বাঁশী;
ঝাঁপ দিলিরে জনস্রোতে হাসি হাসি।
হারিয়ে গেলি, যেমন হারায় নদীর জলে খড়ের কুটো।
আমার যে দিকে যায় চক্ষু দুটো,
খোঁজে তোরে, পায়না খুঁজে সারা দেশে।
খোকন রে তুই হারিয়ে গেলি বানে ভেসে।
পর্ব – ৪
শরম রাঙ্গা নয়ন তুলে যে মেয়েটি আসতো ঘরে,
দেখতো তোকে মুগ্ধ চোখে, কালো দুটি নয়ন ভরে,
সে মেয়েটি ছাড়লো সবই, যখন তুই যুদ্ধে গেলি।
দিন কাটাতো তোকে খুঁজে, পথের পানে নয়ন মেলি।
গ্রীষ্ম গেলো, বর্ষা এলো, বাংলা দেশের কান্না হয়ে।
মেয়েটার যে দিন কাটে না, তোর স্মৃতিরে বুকে বয়ে।
অন্ধকারে পিশাচেরা হানলো তাদের মরন থাবা –
হারিয়ে গেল মেয়েটিও, কান্না আসে, যায় না ভাবা।
পর্ব – ৫
যুদ্ধ শেষে ফেরার পালা, ছুটলো সবাই ঘরের পানে।
খোকন রে তুই রইলি দূরে, রইলি পড়ে অভিমানে।
গায়ে আমার বল ছিল না, মেয়েটাকে আগলে রাখি –
তাই তো মা টি চলে গেলো, তোকে-আমায় দিয়ে ফাঁকি।
তাই বলে কি রাগ করে তুই, মায়ের থেকে থাকবি দূরে?
আয়রে খোকন, আয়রে ঘরে, আয়রে মোদের স্বর্গ পূরে।
ওরা বলে তুই নাকি রে শুয়ে আছিস মাটির কোলে।
পাগল নাকি, ভুলি আমি ছেলে ভুলানো ছড়ার বোলে?
আয়রে খোকন, আয়রে ঘরে, ওরে আমার গলার মালা –
দিন ফুরিয়ে আসছে আমার, এবার আমার যাবার পালা।
Sydney November 7, 2008
Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2010/ayre-khokon/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.