Ami Palye Berai

by Khairul Chowdhury | October 31, 2010 5:44 pm

আমি পালিয়ে বেড়াই

ড: খায়রুল হক চৌধুরী

দয়া করে চুপ কর! আমি আর বুঝতে পারিনা,
পারিনা আমি আধাঁরের মাঝে আমার পথ খুজে নিতে;
তোমার কণ্ঠে খেভাবে উহা সঞ্চারিত করে আমাদের প্রিয় সঙ্গীত।
সেটা কি তোমাকে মুক্তি দিবে যদি আমি তোমাকে যেতে দিই?
যদি আমি তোমার স্মৃতিকে গ্রাস করি
এবং যদি কোন উত্তর না দেই সেসব প্রশ্নের
যেসব প্রশ্ন উটে আসে তোমার ছবির কণ্ঠে?
আমি কি আমার প্রসারিত হাতকে বাঁধা দেব?
তুমি অশান্ত হয়ে উঠছ আমার মন্থরতায়!
তোমার হতাশা, রাগ এবং আক্রশ আমার রক্তে।
আমি তোমাকে বাধ্য করি অপেক্ষায়,
আমি আমার ফ্রেইম থেকে বেরিয়ে আসি না
তোমার কছে আসব বলে।
কারণ, আমি তো প্রস্তুত নই এই মুহুর্তে।
আমাকে আরেকটু সময় দাও!

১৯শে অক্টোবর

pdf/2010/ami_943795484.pdf[1] ( B) 

Endnotes:
  1. pdf/2010/ami_943795484.pdf: https://priyoaustralia.com.au/live/wp-content/uploads/files/pdf/2010/ami_943795484.pdf

Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2010/ami-palye-berai/