by Banani Chatterji | July 16, 2010 7:15 pm
বিদেশে বাঙ্গালী
এপার বাংলা ওপার বাংলা
নইকো মোরা হেংলা কেংলা।
হিন্দু মুসলিম নামে সব জানে
মিলি একসাথে পূজা রমজানে।
পদ্মা, গঙ্গায় ইলিশের ঝাকা
আমরাই যেন মিলে করি ফাকা।
দলাদলি আছে, আছে গলাগলি
আবেগে সোহাগে একসাথে চলি।
সীমারেখা টেনে হয়কি আলাদা?
চেতনার রঙ্গে পড়ে আছে বাধা।
তাই পশ্চিম বাংলা বাংলাদেশ
মিলে একসাথে আছি বিদেশ।
মাস্টার কবি
মাস্টার করলে কি হয় বড় কবি?
দিন রাত বসে শুধু তারই কথা ভাবি।
আসর মাতাতে এসে কবি যেই উঠে
স্বীয় গৌরব গাথা ঝরে তার ঠোটে।
তাজ্জব হলো সবে দেখে নবি কবি
হঠাৎ বদলে গেল আসরের ছবি।
বড়কবি হেকে বলেন, ছোটকবি ওরে
যায়কি হওয়া কবি শুধু মাস্টারে?
আয়োজক বেচারার মুখ কাচুমাচু
বাকি কবিরাও সব মুখ করে নিচু।
মাস্টার কবি তখন গেলেন চুপ করে
হাপ ছেড়ে বাচলো সবাই আসরে।
ধন্য ধন্য দেশ বরন্য কবি সকল
নিজেদের মধ্যে বাধিওনা গোল।
কবি কবি ভাব থেকে হয় বড় কবি
নাম হলে তবেই তার ছাপা হয় ছবি!
Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2010/%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9b%e0%a7%9c%e0%a6%be/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.