আমরা সেই সে জাতি – আহমেদ সাবের

by Ahmed Saber | March 9, 2009 5:58 pm

আমরা সেই সে জাতি – আহমেদ সাবের

খুনের তৃষায় তৃষিত যাহারা, আমরা সেই সে জাতি।

মেরেছি ভাইকে, মেরেছি বোনকে, মেরেছি গুষ্টি-জ্ঞাতি।

আমরা সেই সে জাতি।

যাহার ডাকেতে ঝাপিয়ে পড়েছি, আনিয়াছি ¯বাধীনতা,

যাহার নামেতে হাজার কাব্য, লেখা হলো কত কথা –

তাহার রত্তে“ করিয়াছি লাল, বাংলার পূতঃ মাটি।

মুত্তি“ পায়নি ছোট্ট রাসেলও, এ কথাটি জেনো খাঁটি।

নেতারা পায়নি রক্ষা থেকেও, আমাদের নেয়া জেলে।

হাসিয়া উঠেছি, মারিয়া তাদের, রত্তে“র হোলি খেলে।

দুইটি বছর কেটে না কাটিতে, আবারও নেমেছি রণে।

ক্ষমতার লোভে গেল কত প্রান, পশু যেন আছি বনে।

একটি দশক যেতে না যেতেই আবার আসিল ঝড়,

ঘোষক কঠ হইলো স্তব্ধ, দেশ করে নড়বড়।

থামেনা যুদ্ধ, চলে রেষারেষি, কত প্রান চলে যায়।

শোকের মাতম উঠে ঘরে ঘরে, কত ঘরে হায় হায়।

ফুটো পয়সার লাগিয়া যুদ্ধ, কে শুনেছে কার কাছে?

নষ্ট টাকার ভাগ বাটোয়ারা, তাই নিয়ে রণ যাচে।

গর্জে উঠিল কত তাজা প্রান, পিলখানা হলো লাল,

রেশন, ব্যাসন, বিদেশ চাকরী, তাই নিয়ে ঝাড়ে ঝাল।

রত্ত“ গঙ্গা বহিলো মাটিতে, কত প্রান হলো ক্ষয়।

দুঃখ, তাদের একটি প্রানও, দেশের জন্য নয়।

পশুর অধম হইযে আমরা, হই পিশাচের সাথী,

নিজের পায়েতে মারিয়া কুড়াল, ডাকি যে আঁধার রাতি।

আমরা সেই সে জাতি।

Sydney, March 3, 2009

Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2009/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac/