by Shawon Khan | November 19, 2008 4:18 pm
নপুংসক লেজুরবৃত্তি আর অন্ধ সমর্থনের রাজনীতির অবসান হোক, সুষ্ঠ রাজনীতি প্রবর্তনে বিগত দুই বছরের চেষ্টা আর জনগণের আত্মত্যাগ সফল হোক, জনগণের অধিকার আদায়ের যুদ্ধে নূর হোসেন আর তার মত আরও অনেক ঝরে যাওয়া আত্মার শান্তি মিলুক, ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো’র পরিবর্তে ‘জ্বালো জ্বলো উন্নয়নের আলো জ্বালো’ ধারার রাজনীতির প্রবর্তন হোক- এই প্রার্থনায়।
নির্বাচনী ছড়া
খোকা বাবুর শখ্ হয়েছে-
রাষ্ট্রপ্রধান হবে,
দিদি বলেন তার জন্য
জোট বাধতে হবে;
আপসহীনা বায়না ধরে-
দিন পিছাতে হবে,
আ’মীর দাদুর স্বপ্ন এবার
ধর্ম রাষ্ট্র হবে;
দোজা চাচুর কন্ঠে আশা
গণজাগরণ হবে,
নাবালকেরা বুক বেধেছে
পরিবর্তন হবে।
শহীদ লোকের আত্মা ভাবে-
ত্যাগ কি বৃথা যাবে?
দেশের লোকে হিসাব কষে
রোজ কেয়ামত্ কবে!
শাওন খান, নভেম্বর ২০০৮ ক্যানবেরা, অস্ট্রেলিয়া। E: shawon@gmx.com[1]
Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2008/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%80%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d/
Copyright ©2025 PriyoAustralia.com.au unless otherwise noted.