by Farid Ahmed | May 22, 2008 7:20 pm
এক বাঙালী মায়ের কান্না——- –ফরিদ আহমেদ
কিশোরকাল কেঁটেছে অপেক্ষায়
আর অপেক্ষায়—
যৌবন কেঁটেছে কেঁদে কেঁদে,
বার্ধক্য না হয় কাঁটবে আমার
অন্ধাকার দেওয়ালে
জাতির পিতার ছবি এঁকে।
২৩ বছর কেঁটেছে সংগ্রামে
২১ বছর কেঁটেছে বুকভাসিয়ে
বাকি জীবনটা কাঁটাবো
বাঙালীর বিজয়ের পতাকা আকঁড়ে
কোন হায়েনা যাতে ছিনিয়ে নিয়ে যেতে পারে।
৪৮-৭১- এ ২৩ বছর কেঁটেছে অপেক্ষায়-
কখন ‘জনক’ আসবেন
কঁড়া নেড়ে ঘরে ঢুকে বলবেন-
“আমরা মূক্ত”।
৭৫-৯৮ আরও ২৩ বছর কেঁটেছে অপেক্ষায়-
বিচারকের দরজায় কড়া নেড়ে নেড়ে
কত রাত ভোর করেছি,
হয়তো বিচারকের দরজায় ঘুমিয়ে পড়েছি,
বিচার হবে ‘জনক’ হত্যার ।
আরোও লক্ষ-সহস্র দিবস-রজনী কেটেছে প্রত্যাশায়-
আসবে মুক্তি, আসবে গণতšত্র আর
প্রতিষ্ঠিত হবে বাঙালীর সম্মান।
বাকি জীবনটা কাটাবো
কারাগারের দেওয়ালে
জনকের স্মৃতিগুলো ¯পর্শ করে-
আর বলবো-
আমি বাঙালী, বাংলা আমার দেশ-
মুজিব জাতির পিতা।
একদিন শেষ হবে এই অপেক্ষা,
সমগ্র জাতি সেদিন মুক্তির স্বাদে হাসবে-
এখন হাসি না কারণ হাসতে মানা
“এই রাজার রাজত্বে।”
Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2008/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%99%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ab%e0%a6%b0/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.