একটুকুখানি আলোর খোজে

by Shahadat Manik | May 27, 2008 7:00 am

কবিতাটি আউডার লেন্ড মেমোরিয়াল কমিটি আয়োজিত মাস ব্যাপি ফিল্ম ফেসটিভালের সমাপনি অনুষ্ঠানের জন্যে তাৎক্ষনিক বিশেষভাবে লেখা হয়েছিল। অনুষ্ঠানের মাত্র দ’ঘন্টা আগে। ধন্যবাদ অভিজৎকে – কবিতাটি কোন প্রস্তুতি ছাড়া চমৎকার ভাবে আবৃত্তি করার জন্যে। কামরুল আহসান ভাইকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছি – কারন তিনিই আমাকে কবিতাটি লেখার জন্যে বাধ্য করেছিলেন। স্বভাব বসত কবিতার ব্যাপারে আমি একটু অলসই! ধন্যবাদ সবাইকে যারা এ কবিতাটি পড়ছেন।

একটুকুখানি আলোর খোজে
হেটে চলেছি আমি
৩৬ টি বছর,
কোথাও একটুখানি
বিশ্রাম মেলেনি আমার;

বিশ্বাস করুন
সিপাহীসালার থেকে বিরাংগনা
মুক্তিকামি থেকে মুক্তি বাহিনী
কাউকে বাদ রাখিনি ।

জনে জনে, দ্বারে দ্বারে
বার বার ঘুরে ফিরে গিয়েছি
ক্লান্তিহীন আমি।

এখনো, আলোর দেখা মেলেনি!

আমার কি এমন হবার কথা?

একটি অন্ধকার ঘরে
৩৬টি বছর ধরে
অপেক্ষা করছে, যে আমার মা!

সেই স্নেহময়ী আমার জন্মদাত্রী
মা’কে দেখা জন্যে
সামান্য একটু আলোও পাবো না!

২৪ মে, ২০০৮

Source URL: https://priyoaustralia.com.au/literature/poems/2008/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%8b%e0%a6%9c%e0%a7%87/