by পূরবী পারমিতা বোস | September 16, 2020 10:28 am
নাগরিক জীবনের ব্যস্ততা পিছনে ফেলে
পথ যখন শেষ হয় ঘন সবুজ বনের আড়ালে।
যেখানে চুপচাপ বসন্তের বিকেল হলুদ থেকে লাল,লাল থেকে জাম রং হয়।
নীলাভ অন্ধকার নিয়ে রাত আসে
আকাশে দেখা দেয় রুপার জামবাটি চাঁদ
সেই চাঁদের আলো আর ক্যানোলার সুবাসের সাথে ভেসে আসে হ্রেষাধ্বনি।
থেকে থেকে বেজে উঠে ঝিঁঝিঁদের এস্রাজ।
টুপটাপ খসে পরে খয়েরি জলপাইপাতা
নক্ষত্রের আলো ধীরে অতি ধীরে ম্লান হয়ে আসে!
কুয়াশারা দু:খের দহনে শিশির হয়
সেই সব বসন্তের রাত আমার চোখের পাতায় স্থির হয়ে থাকে-
আমি আমাতে হারাই।
Source URL: https://priyoaustralia.com.au/literature/2020/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b8/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.