by তারান্নুম তান্না | November 25, 2019 9:40 am
আমি চাই তুমি আমাকে ভালবাসো
শুধু শরীরের প্রয়োজনে নয়
কিছুটা মনের টানেও…
আমি চাই আমাকে ভালবাসো
এটা ভেবেও যেন আন্দোলিত হও,
শিহরিত হও।
আমি চাই তুমি আমার হও
যেন নিজেকে উজাড় করে দিয়ে
তোমাতে বিলীন হতে পারি,
তোমার হাতটা ধরে
জীবনের শেষ কটা দিন
নির্ভরতায় কাটিয়ে দিতে পারি….
আমি এটুকুই চাই।
Source URL: https://priyoaustralia.com.au/literature/2019/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a4%e0%a7%83%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%be/
Copyright ©2025 PriyoAustralia.com.au unless otherwise noted.