by Priyo Australia | November 8, 2017 5:08 am
‘এসো মেতে উঠি বিজয়ের আনন্দে’ স্লোগান নিয়ে – প্রতিবারের মত সিডনি-বেঙ্গালিজ কমিউনিটি’র (ইনক) আগামী ১৬ই ডিসেম্বর বিকেল ৫টা থেকে ইঙ্গেলবার্ন কমিউনিটি হলে বিজয়ের উৎসব পালনের উদ্যোগ নিয়েছে ।
নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের বীরগাঁথা, ইতিহাস এরং দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতেই মূলত এ আয়োজন।
এই বিজয় উৎসব মূলত অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা শিশু-কিশোরদের নিয়ে নানা পরিবেশনায় (শিশু-কিশোরদের গান, কবিতা, নৃত্য) দিয়ে সাজানো হয়ে থাকে।
এছাড়াও বিজয় দিবসের এই অনুষ্ঠান সূচিতে থাকবে সিডনির প্রতিষ্ঠিত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ থাকছে প্রথিতযশ সেরা আবৃত্তিকার আহকাম উল্লাহ এবং তাকে সংগ দিবেন ডঃ বিলকিস রহমান।
উক্ত অনুষ্ঠান উপভোগ করার জন্য আপনারা সবাইকে আমন্ত্ৰিত।
[1]
Source URL: https://priyoaustralia.com.au/events/sydney-event-list/2017/%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%8b-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%89%e0%a6%a0%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6/
Copyright ©2025 PriyoAustralia.com.au unless otherwise noted.