by Priyo Australia | August 24, 2014 12:00 am
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের “পূণর্মিলনী ২০১৪” আয়োজন উদ্দ্যেশ্যে গত রোববার ১৭ই আগস্ট তারিখ বিকেলে মাহফুজুল হক চৌধুরী খসরু এর বাস ভবনে প্রস’তি কমিটির এক সভা অনুষ্ঠিত হয় । সভায় যারা উপসি’ত ছিলেন তাদের মধ্যে তাহমিনা রহমান বিনা, বেবী, খালেদা কায়সার, নিয়ামুল হক শরিফ রিপন, সুরাইয়া মাহমুদ রুমানা ও মাহফুজুল হক চৌধুরী খসরু অন্যতম।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয় যে “পূণর্মিলনী ২০১৪” নভেম্মর মাসে ভেন্যু পাওয়া সাপেক্ষে শীঘ্রই স’ান ও তারিখ জানানো হবে এবং চাঁদার হার হবে একক : ২৫ ডলার, যুগল : ৪০ ডলার এবং পরিবার : ৫০ ডলার। পূণর্মিলনী ২০১৪ সাফল্যমন্ডিত করার লক্ষে অস্ট্রেলিয়া বসবাসরত জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীকে অংগ্রহন ও তাদের মতামত জানানোর জন্যে বিশেষভাবে অনুরোধ করা হলো।
প্রস’তি কমিটির আগামী সভা রোববার ২৮শে সেপ্টেম্বর ২০১৪ তারিখে বিকেল ৪টায় মিসেস খালেদা কায়সার এর বাস ভবনে (৫/১৩-১৫ অঃপযরংড়হ জড়ধফ, গধপয়ঁধৎরব ঋরবষফং ২৫৬৪) অনুষ্ঠিত হবে। সভায় প্রস’তি কমিটির সদস্যবৃন্দ এবং উপসি’তির বিষয়টি পূর্বাহ্নে নিশ্চিত করা সাপেক্ষে আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদেরও আমন্ত্রন জানানো হয়েছে।
নিবন্ধনের জন্যে স্বত্বর যোগাযোগ করুন:
১) তাহমিনা রহমান বিনা (১৯তম) ০৪৩৩ ২২৬ ৭৩৬
২) খালেদা কায়সার (৮ম) ০৪৩৩ ২৫১ ১১২
৩) মাহফুজুল হক চৌধুরী খসরু (১৩তম) ০৪১৯ ৪২৬ ৯১৮
৪) রাশেদুল মোবারক মিকন (২১তম) ০৪২৩ ৩৭৬ ৬১৭
৫) সামিনা ইয়াসমিন বেবী (১৩তম) ০৪২১ ০৭৯ ৩০৭
৬) শওকত আরা হোসেন বিথী (২০তম) ০৪০৬ ৬১৫ ৫৯৬
৭) সুরাইয়া মাহমুদ রুমানা (১৫তম) ০৪২৫ ৮৯৭ ৬৪৪
৮) লুৎফুল কবির (১৫তম) ০৪১১ ৬৫২ ৬৫০
৯) রাজন নন্দী (২৩তম) ০৪২৬ ৫০২ ২৪৭
১০) নিয়ামুল হক শরিফ রিপন (১৪তম) ০৪১২ ১১৪ ৭০১
১১) মোস্তাক এম খান ০৪১৬ ২৬২ ৮৯১
১২) রাফেল (১৫তম) ০৪৩৩ ৯১৭ ৮৫৮
১৩) শাহীন শাহনেওয়াজ (৮ম) ০৪১২ ৩৬৬ ০৯৩
১৪) সোহেল (ক্যানবেরা) ০৪০১ ২০৫ ৭২৪
১৫) জুলফিকার আলী আহমেদ রিপন ০৪২৫ ৪০৫ ৭৩০
Source URL: https://priyoaustralia.com.au/events/sydney-event-list/2014/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.