আমরা বাংলাদেশী: বাংলা মেলা, ২০১৩

by Priyo Australia | December 18, 2013 7:58 pm

শ্রদ্ধেয় /শ্রদ্ধেয়া,

সালাম ও শুভেচ্ছা।
মহান বিজয় দিবসকে সামনে রেখে আমরা বাংলাদেশীআয়োজন করেছি দিনব্যাপী অনুষ্ঠান মালার। মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে, বিজয়ের উদ্দীপনায় আয়োজিত হচ্ছে বাংলা মেলা, ২০১৩।এতে থাকছে নানা রকমের স্টল, ছোট সোনামণিদের জন্য বিশেষ আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যান্ড সঙ্গীত ও মাল্টি কালচারাল পরিবেশনা।
তারিখ ২২ শে ডিসেম্বর ২০১৩। স্থান ওয়াইলি পার্ক (ক্লিও স্ট্রিট ও ক্যান্টারবেরি রোড সংযোগস্থল, লাকেমাবা)। অনুষ্ঠান শুরু হবে সকাল ১১:৩০ টায়।
আমরা বাংলাদেশী- পৃথিবীর যেখানেই থাকি না কেন আমাদের হৃদয়ে বাংলাদেশ, আমাদের কণ্ঠে বাংলাদেশ, আমাদের রক্তে বাংলাদেশ। প্রতিটি বাংলাদেশীর হৃদয়ে ক্ষোদিত, স্মৃতিতে প্রোথিত একটি দিবস বিজয় দিবস।
আসুন সবাই একসাথে উদযাপন করি এই মহান দিবসটি। নতুন প্রজন্মের কাছে, বিশ্বের সকলের কাছে পৌঁছে দিই বিজয় দিবসের মহান চেতনা। এই উদ্দেশ্যকে সামনে রেখে আপনাকে ও আপনার পরিবারের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা বাংলাদেশী
আপনার সবান্ধব উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করবে।

Source URL: https://priyoaustralia.com.au/events/sydney-event-list/2013/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2/