by Priyo Australia | September 3, 2010 7:02 pm
বাংলাদেশ সোসাইটি অব সিডনী’র উদ্দোগে আয়োজিত ঈদ পুনমিলনী হারবার ক্র“স ২০১০ তারিখ পরিবর্তন।
বাংলাদেশ সোসাইটি অব সিডনী’র উদ্দোগে আয়োজিত
ঈদ পুনমিলনী হারবার ক্র“স ২০১০ এর তারিখ পরিবর্তন করা হয়েছে। ১৯শে সেপ্টেম্বর এর পরিবর্তে আগামী ৩১শে অক্টোবর রবিবার অনুষ্ঠিত হবে।
কারন হিসেবে সেদিনের মেঘলা আবহাওয়া এবং দিনের নিমন তাপমাত্রার কারনে অনেকেই অনুরোধ করেছেন তারিখ পরিবর্তন করার জন্য। পাশাপাশি একই দিনে সিটিতে ম্যারাথন উপলক্ষ্যে বেশকিছু রাস্তাঘাট বন্ধ থাকবে, হারবার ব্রিজ বন্ধ থাকবে। এবং ভিকটোরিয়া রোডের উপর অত্যান্ত চাপ পড়বে। আমাদের যাবার পথটিও ভিকটোরিয়া রোড। যার কারনে ট্রাফিক জ্যাম বেড়ে যাবে। সময়মত পৌঁছানো খুবি কঠিন হয়ে দাড়াবে।
অনিচ্ছাকৃত এই তারিখ পরিবর্তনের জন্য আমরা আন্তরিক ভাবে দুখিত।
শুধুমাত্র তারিখ ছাড়া বাকি সবকিছু ঠিক থাকবে।
শহীদুজ্জামান আলো
সভাপতি
বাংলাদেশ সোসাইটি অব সিডনী’র
৯৫৯৭৭৭৭১, ০৪০৩১১২৪৫৬
Source URL: https://priyoaustralia.com.au/events/sydney-event-list/2010/eid-reunion-cruising-in-sydney-postponed/
Copyright ©2025 PriyoAustralia.com.au unless otherwise noted.