Bangabandhu Society of Australia Observes Jatio Shok Dibosh

by Noman Shamim | August 10, 2010 4:50 am

বঙ্গবন্ধু পরিষদ, অস্ট্রেলিয়া
Bangabandhu Society of Australia
Regd. No. Y 2650818, ABN 24 508 194 656, Charity reg. No. CFN 17511

জাতীয় শোক দিবস’ ২০১০

মহান স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তির বুলেটে নিহত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী এবং বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের রক্তের সোপানে বছর ঘুরে আবার এসেছে জাতীয় শোক দিবস।

৩৫ তম জাতীয় শোক দিবসকে সামনে রেখে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া আগামী ১৫ই আগষ্ট, প্রতিবছরের মতো এবারো আয়োজন করেছে শোক দিবস ঘিরে দোয়া মাহফিল ও আলোচনা সভা।

তারিখঃ ১৫ই আগষ্ট ২০১০, রবিবার
সময়ঃ বিকেল ৩:৩০
স্থানঃ গ্লেনফিলড ক্যমুনিটি সেন্টার, গ্লেনফিলড

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে
ইফতার মাহফিল ও রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

আপনারা সবান্ধবে আমন্ত্রিত।

বিনীত
ডঃ নিজাম উদ্দীন আহমেদ জনাব শামীম বাবু
সভাপতি সাধারন সম্পাদক
০৪৩২৪২৮৭৬৪ ০৪২২৮০৭৬২৭

Source URL: https://priyoaustralia.com.au/events/sydney-event-list/2010/bangabandhu-society-of-australia-observes-jatio-shok-dibosh/