বাংলাদেশের স্বাধীনতার সায়ত্রিশ বছর ও বঙ্গবন্ধুর অষ্টাশিতম জন্ম বার্ষিকী উদযাপন Sat 29 May 2008

by Priyo Australia | March 14, 2008 4:40 am

সুমহান গৌরব ও অহংকারের মুক্তিযুদ্বের ৩৭তম স্বাধীনতা দিবস ও বাংগালী জাতির জনক, বাংগালী জাতির অবিসংবাদিত নেতা বংগবন্ধু শেখ মুজিবর রহমানের ৮৮তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে বংগবন্ধু পরিষদ অষ্ট্রেলিয়া এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

তারিখ: শনিবার ২৯শে মার্চ ২০০৮ ; সময়: বিকেল ৫টা ; স্হান: ৫ ফিল্ড রোড, ম্যাকুয়ারীফিল্ড

অনুষ্ঠানমালা: স্বাধীনতা আমার স্বাধীনতা; সাংস্কৃতিক অনুষ্ঠান; নৈশ ভোজ

অনুষ্ঠানে স্বপরিবারে, স্টনধণ্ঠবন উপসি’ত হয়ে বাংলাদেশের স্বাধীনতা রফনং অনুষ্ঠানে যোগদানের জন্য সবাইকে বিশেষভাবে আমন্ত্রন জানানো হচ্ছে।

বিণীত

(মোহাম্মদ উসমান গনি) (ড. রোনাল্ড পাত্র)
ভারপ্রাপ্ত সভাপতি, ফোন: ০৪২৩ ০৪২ ৩৩১ সাধারন সম্পাদক, ফোন: ০৪১৮৭৬৫৩৯৬

আয়োজনে: বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া [Bangabandhu Society of Australia]

Source URL: https://priyoaustralia.com.au/events/sydney-event-list/2008/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be/