প্রেস বিজ্ঞপ্তি, বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া শাখা: জাতীয় শোক দিবস, ১৭ই আগস্ট ২০০৮

by Priyo Australia | August 8, 2008 6:32 am

জাতীয় শোক দিবস, বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া শাখা
জয় বাংলা জয় বঙ্গবন্ধু

প্রেস বিজ্ঞপ্তি

জাতির জনক, হাজার বছরের স্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মৃত্যু বার্ষিকী ১৫ই আগস্ট। জাতি এক নির্বাক কষ্ট ও বেদনা নিয়ে স্বরণ করে ইতিহাসের জঘন্যতম ও বর্বরোচিত এই হত্যাকান্ড। স্বাধীনতার পরাজিত হায়েনারা কাপুরুষিত নির্মমতায় এই দিন হত্যা করেছিলো বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে, শুধু তাই নয়, তারা একে একে হত্যা করেছিলো পরিবারের অন্যান্য নিঃস্পাপ সদস্যদের, এমনকি শিশু রাসেলকেও।

জাতি ধিক্কার জানায় এই হত্যাকান্ডকে এবং শোকে একত্রিত হয় জাতীয় শোক দিবসে।

বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া শাখা শোকের এই মাসে স্রদ্ধার সাথে স্বরণ করে জাতির জনককে এবং এই উপলক্ষ্যে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মাসকট মাসালায়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে সিডনি প্রবাসী সকল বাঙ্গালীদেরকে অংশগ্রহনের জন্য আহ্বান জানাচ্ছি।

তারিখঃ ১৭ই আগস্ট ২০০৮, বাদ মাগরেব ।

-: আহ্বানে :-

ডঃ শামস রহমান আনিসুর রহমান রিতু
আহবায়ক সদস্য সচিব
বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া শাখা বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া শাখা
০৪০২৮৫৫০৫৯ ০৪০১৪৫১৪৫৭

Source URL: https://priyoaustralia.com.au/events/sydney-event-list/2008/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87/