by Priyo Australia | October 5, 2008 1:33 pm
তারিখঃ ২৯/০৯/২০০৮ : প্রেস বিজ্ঞপ্তি
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একুশে একাডেমী অস্ট্রেলিয়া ইনকের বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২রা নভেম্বর ২০০৮। সংগঠনের সকল সাধারন সদস্যদের সাধারন সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। সাধারন সদস্যদের তাদের সদস্যপদ আগামী ১৯শে অক্টোবরের মধ্যে নবায়নের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
সাধারন সভার তারিখঃ ২রা নভেম্বর ২০০৮
স্থানঃ বারুউড কম্যুনিটি এন্ড ওয়েলফেয়ার সেন্টার
৪৫ বেলমর স্ট্রীট, বারউড
সময়ঃ ১১টা- ৪টা
ধন্যবাদান্েতঃ
ডাঃআবদুল ওয়াহাব, সাধারন সম্পাদক, একুশে একাডেমী অস্ট্রেলিয়া ইনক
০৪৩৩৪১১৬১৩
Source URL: https://priyoaustralia.com.au/events/sydney-event-list/2008/%e0%a6%8f%e0%a6%95%e0%a7%81%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a1%e0%a7%87%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf-2/
Copyright ©2025 PriyoAustralia.com.au unless otherwise noted.