নদীমাতৃক সঙ্গীতানুষ্ঠান

by Priyo Australia | November 21, 2016 11:09 pm

Dear Community members

সুরলোকের ঘরোয়া আয়োজন, ‘নদীমাতৃক সঙ্গীতানুষ্ঠান’ এ আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আগামী ২৬ শে নভেম্বর শনিবার বিকাল ৫-৩০ এ আয়োজিত বছর শেষের সুরলোকের সঙ্গীতানুষ্ঠানে র মূল বিষয় হলো বাংলাদেশের নদীর গান।

হাজার বছরের নদীবাহিত পলল স্তরে স্তরে সঞ্চিত হয়ে গড়ে উঠেছে যে ব-দ্বীপভূমি, তাই আমাদের জন্মভূমি, আজকের বাংলাদেশ। যদি তাই আমাদের আমাদের দেশের মা, বাংলাদেশ নদীমাতৃক। আবহমান কাল ধরে বাংলাদেশের মানুষ বেড়ে উঠেছে এই নদীকে কেন্দ্র করে, গড়ে তুলেছে সভ্যতা।যদি মিশে আছে আমাদের লোকাচার, সংস্কৃতি, কৃষ্টি আর জীবনাচরণে। চর্যাপদ থেকে শুরু করে রবীন্দ্রনাথের গান হয়ে জীবনানন্দের কবিতায় যদি এসেছে কখনো উচ্ছলতার প্রতীক হয়ে, কখনো সঞ্জীবনী স্রোতস্বীনি রূপে আর কখনো বা শ্যামল বাংলার দেশাত্মবোধক প্রতিভূ হয়ে। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, তিস্তা, করতোয়া, কর্ণফুলি, রূপসা, কীর্তনখোলা হয়ে উঠেছে আমাদের অস্তিত্বের সমার্থক।

অব্যাহত অপরিকল্পিত নগরায়ন, ক্রমবর্ধমান জনসংখ্যা, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরূপতা আর দখল দূষণের বাস্তবতায় আমাদের বাঙালি নগরজীবনে যদি আজ এক বিস্মৃতপ্রায় নাম.তবু যদি আছে। বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি, আমাদের মানসপটে যে বাংলাদেশের ছবি, বঙ্গপ্রকৃতির রূপ ঘুমে-জাগরণে-স্বপ্নে-কল্পনায় বারবার ভ্যেসে উঠে, কোনো না কোনভাবে তার মধ্যে মিশে থাকে নদী। নদী আছে আমাদের সম্ভাবনা, সম্মৃদ্ধি আর উর্বরতায়;আছে আমাদের সাহিত্যে আর সঙ্গীতে; আছে আমাদের সাফল্য আর সৃষ্টিশীলতায়।

এবার আমরা আপনাদের গানে গানে ফিরিয়ে নিয়ে যাবো সেই নদীবাহিত বাংলায়।

Organiser: Shurolok
Date: Saturday, 26 November 2016
Time: 5-30 PM to 7-30 PM (seating by 05-15 PM sharp)

Venue: JD Stove Theater, Koonung Secondary College
615 Elgar Road MONT ALBERT NORTH VIC 3129
Admission: Free

nodi-matrik[1]

Endnotes:
  1. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2016/11/nodi-matrik-1.jpg

Source URL: https://priyoaustralia.com.au/events/melbourne-event-list/2016/%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a4%e0%a7%83%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%80%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be%e0%a6%a8/