by Priyo Australia | July 16, 2009 6:06 pm
১২০ জন বাংলাদেশীকে নিয়ে ডারুইনের বাংলাদেশ এসোসিয়েশন, এর মাঝে আন্ডা বাচ্চা সবাই আছে। এই ১২০ জনকে নিয়ে সেই এসোসিয়েশন যখন ঠিক করলো রবীন্দ্র-নজরুল জয়ন্িত করবে তখন ভেবেছিলাম হয়তবা সেটা হবে নিতান্ত ঘরোয়া একটা ব্যাপার, কিন্তু সেই এসোসিয়েশন যখন অনুষ্ঠান সাধারণ অস্ট্রেলিয়ানদের সামনে করবে শুনলাম তখন ভয় পেলাম, পারবেতো। তার উপর টাকা দিয়ে অনুষ্ঠান দেখতে হবে, আসবেত কেও ? মোটামুটি ভাবে ১৫০ দর্শককে জায়গা দেওয়া যায় এমন একটা ভ্যেনু নেয়া হলো সেরকম একটা ধারণা থেকে। শেষেরদিকে ১৪০ টা টিকেট বিক্রির পর এসোসিয়েশনকে টিকেট বিক্রি বন্ধ করতে হল।
নানা ঝামেলার পরও দারুন উৎসাহ নিয়ে নাচ শিখতে থাকলও এদেশে জন্মনেয়া নিদা আর শিহাব। প্রাণ ঢেলে নাচ শিখালেন এসোসিয়েশনের কালচারাল চেয়ারপারসন কুমকুম ভাবী। কখনও নাচেনি এমন দুজনকে নাচ সেখানও চাট্টিখানি কথা না। সেই দুরুহ কাজটা আসম্ভব যত্ন আর মেধাদিয়ে করলেন তিনি। একসময় নজরুলের সান্নিধ্য পাওয়ার কারণে তার মনে নিশ্চয় কাজ করেছিল একটা অসম্ভব টান।
আমি সেই তিনটা নাচ আজ আপনাদের জন্য উপস্থপনা করছি ইউটিউবের মাধ্যমে। আশা করছি আপনাদের ভাল লাগবে। আমার একটাই অনুরোধ, আপনাদের ভালোলাগলে শিহাব আর নিদাকে শুভেচ্ছা জানাবেন। আমাদের ক্ষুদ্র শুভেচ্ছা ওদের উৎসাহ দিবে, দিবে শিকড়ের প্রতি শ্রদ্ধাবোধ।
Source URL: https://priyoaustralia.com.au/events/darwin-event-list/2009/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9a/
Copyright ©2025 PriyoAustralia.com.au unless otherwise noted.