মাহিদুল ইসলাম মাহি’র এ কক আবৃত্তি ‘জয়তু জননী আমার’

by Priyo Australia | December 15, 2016 11:59 pm

নন্দিত আ বৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম মাহি’র এ কক আবৃত্তি ‘জয়তু জননী আমার’

“যে কবিতা শুনতে জানে না
সে নীলিমাকে স্পর্শ করতে পারে না।
যে কবিতা শুনতে জানে না
সে মধ্যাহ্নের প্রত্যয়ে প্রদীপ্ত হতে পারে না।
যে কবিতা শুনতে জানে না
সে সন্ত্রাসের প্রতিহত করতে পারে না।”

বাঙালি বলতেই কবিতা প্রেমিক ৷ এই সুদূর প্রবাসে ক’দিনই আমরা সুযোগ পাই একটা কবিতা সন্ধ্যার ৷ যেখানে আমরা মুগ্ধ হয়ে কবিতা শুনবো, হারিয়ে যাবো জননীর কাছে, দেশের কাছে, প্রেমের কাছে৷ বাংলাদেশের প্রথিতযশা নন্দিত আবৃত্তি শিল্পী, সবার কাছের মানুষ মাহিদুল ইসলাম মাহি এই বিজয়ের মাসে ১৮ ডিসেম্বর ২০১৬ ক্যানবেরায় আসছেন কবিতা শুনাতে ৷ আপনাদের উপস্থিতি কামনা করছি ৷
 
প্রবেশ মুল্যঃ ১০ ডলার (একক); ১৫ ডলার (পরিবার)
(১২ বছরের কম বয়সের শিশুদের প্রবেশ ফ্রি)

এদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আবৃত্তি বিষয়ক (উচ্চারণ, স্বর, বোধ) কর্মশালা। কর্মশালার রেজিস্ট্রেশন ফি ২০ ডলার।

আবৃত্তি ও কর্মশালার টিকেট পাওয়া যাবে ‘বাংলা বাজার’ বাংলাদেশী গ্রোসারী বেলকোনেন ও অনুষ্ঠানের পূর্বে অডিটোরিয়ামে।
 
VENUE:
বেলকোনেন কমিউনিটি সেন্টার
Belconnen Community Centre Reception
26 Chandler St, Belconnen ACT 2617, Australia
বিনীত
কবিতা  প্রেমী বাংলাদেশী কমিউনিটি
মাহিদুল ইসলাম মাহি[1]

মাহিদুল ইসলাম মাহি

Endnotes:
  1. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2016/12/mahi.jpg

Source URL: https://priyoaustralia.com.au/events/canberra-event-list/2016/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%8f-%e0%a6%95%e0%a6%95-%e0%a6%86/