বিডিআর হত্যাযজ্ঞের শিকার বীর সেনাদের স্মরণে অনুষ্ঠান

by Priyo Australia | February 25, 2014 5:21 am

ক্যানবেরা নিবাসী বাংলাদেশী কম্যুনিটির সন্মানিত সদস্যবৃন্দ,

২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারীতে পিলখানাস্থ বিডিআর সদর দপ্তরে সংঘটিত স্মরণকালের নৃশংসতম হত্যাযজ্ঞে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর মৃত্যুঞ্জয়ী বীর সেনানীদের স্মরনে ক্যানবেরাস্থ অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে (ম্যান্নিং ক্লার্ক সেন্টার, বিল্ডিং ২৬এ, থিয়েটার: ২) ক্যানবেরা ও সিডনিতে বসবাসরত, এ হত্যাকান্ডে নিহতদের পরিবারবর্গ ও সেনা পরিবারের সদস্যগনের উদ্যোগে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছে। উক্ত স্মরণ সভায় ক্যানবেরাস্থ বাংলাদেশ হাই কমিশনের মান্যবর রাষ্ট্রদূত লেঃ জেঃ(অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

দেশমাতৃকার সেবায় আত্মদানকারী বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতি রক্ষার্থে আয়োজিত এ স্মরণ সভায় উপস্থিত থাকার জন্য আমরা শোকার্ত সেনা পরিবারবর্গ আপনার/আপনাদের প্রতি সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি।

আয়োজনে,

সেনা পরিবারবর্গের পক্ষে,

সাবির একলিম

অনুষ্ঠান বিবরণী

সময়: সন্ধ্যা ৬:৩০

তারিখ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৪ ইং

স্থান: ম্যান্নিং ক্লার্ক সেন্টার, বিল্ডিং ২৬এ, থিয়েটার: ২

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (ম্যাপ ও বিল্ডিংএর ছবি সংযুক্ত)

অনুষ্ঠানসূচী

সন্ধ্যা ৬:৩০: অনুষ্ঠান সূচণা

সন্ধ্যা ৬:৩৫: পবিত্র কোরান থেকে তেলাওয়াত

সন্ধ্যা ৬:৪০: নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন

সন্ধ্যা ৬:৪৫: নিহত ও অন্যান্য সেনা পরিবারবর্গের বক্তব্য

সন্ধ্যা ৭:১৫: ক্যানবেরা ও সিডনিস্থ বাংলাদেশ কম্যুনিটির সদস্যবৃন্দের বক্তব্য

সন্ধ্যা ৭:৩০: মান্যবর রাষ্ট্রদূতের বক্তব্য

সন্ধ্যা ৭:৪০: নিহতদের স্মরণে ভিডিও প্রদর্শনী

সন্ধ্যা ৮:০০: মাগরিবের নামাজের বিরতি

সন্ধ্যা ৮:৩০: নৈশভোজ

বিঃ দ্রঃ: খাদ্যায়োজনের সুবিদার্থে ২৬শে ফেব্রুয়ারির মধ্যে অংশগ্রহন নিশ্চিত করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।

যোগাযোগ: এমদাদ : ০৪১৬১৮৭০১৪ তারেক: ০৪০৯৩৬০০০৬,

ইমেল: bdrmemorial.canberra@gmail.com


Source URL: https://priyoaustralia.com.au/events/canberra-event-list/2014/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be/