by Priyo Australia | November 5, 2018 7:08 pm
সুহৃদ,
আপনি জেনে আনন্দিত হবেন, সম্প্রতি ক্যানবেরাতে কাব্য-কথন আত্মপ্রকাশ করেছে। এটি একটি ভিন্ন ধারার সাংস্কৃতিক দল যাদের কাজ কবিতা ও গান নিয়ে নিরীক্ষা।
কাব্য-কথন এর উদ্বোধনী অনুষ্ঠান – কথা, কবিতা ও সুর – এ আপনি আমন্ত্রিত।
তারিখ:শনিবার, ১৭ই নভেম্বর, ২০১৮
সময়সূচী:
৫:৩০ – কুশল বিনিময় এবং চা চক্র
৬:০০- থিয়েটার কক্ষে প্রবেশ
৬:০৫ – অনুষ্ঠান সূচনা
স্থান: টেইলর প্রাথমিক বিদ্যালয়, কামবাহ,ক্যানবেরা
আমাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকবে আপনাদের একটি মনোমুগ্ধকর এবং স্মরণীয় সন্ধ্যা উপহার দেয়া। যদিও কোন টিকেট নেই, কিন্তু আসন সীমাবদ্ধতার কারনে আপনাদের প্রতি অনুরোধ উপস্থিতি নিশ্চিত করার জন্য – ইমেইল অথবা নিম্নের মোবাইলের মাধ্যমে।
নিবেদক –
শ্রাবনী পাল পূরকায়স্থ – ০৪৬৮৩৪৮৩১৪
সাদিয়া আফরিন – ০৪৩১০৫৬৮৩৫
বুশরা খানম – ০৪২৫৩১৬১২৫
রাজীব পাল – ০৪৭০৩৫২৩৩৬
শামসুদ্দিন শাফি বিপ্লব – ০৪১১৩৭৬৭৫৩
অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের ভবিষ্যৎ পথ চলায় অনুপ্রানিত করবে।
সহযোগীতায় –
[1]
কাব্য কথন[2]
Source URL: https://priyoaustralia.com.au/events/2018/%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0/
Copyright ©2025 PriyoAustralia.com.au unless otherwise noted.