সমাজে পারিবারিক সহিংসতা, হত্যা, তার কারণ ও প্রতিকার

by Priyo Australia | June 16, 2019 12:13 pm

অস্ট্রেলিয়াতে নতুন বউ নিয়ে এসেছেন? অভিনন্দন আপনাকে।

ভাবছেন যে, এবার ঘরের কাজগুলো করার মতো পারমানেন্ট কাউকে পাওয়া গেলো। আপনি শুধু পায়ের ওপর পা তুলে আয়েশ করবেন, অর্ডার করবেন, আর কোনো কথা না বলে সেগুলো পালন করে যাবেন আপনার জীবন সঙ্গিনী।

ভেবে বসে আছেন, মেয়েদের বাইরের কাজ করার প্রয়োজন কী? বাইরে যাওয়ারই বা দরকার কী? ভাবছেন, আপনাকে সার্বক্ষণিক সেবা করাই আপনার বউয়ের কাজ। যখন চাইবেন তখন সে রান্নাঘর থেকে বিছানা পর্যন্ত আপনাকে সার্ভিস দিতে বাধ্য?

well, No! আপনার জন্য দুঃসংবাদ, আপনি এই মুহুর্তে বাংলাদেশে নেই। আপনি আছেন অস্ট্রেলিয়াতে এবং বউকে যদি অন্যায়ভাবে কন্ট্রোল করার চেষ্টা করেন, যদি তার ওপর সাংসারিক সকল পরিশ্রমের বোঝা চাপিয়ে দিতে চান, তাহলে এই সিভিলাইজড সোসাইটিতে আপনার জন্য রয়েছে কঠিন ব্যবস্থা।

এছাড়াও শিক্ষিত বউ নিয়ে এসে অনেকে ভাবছেন বউকে কাজে পাঠিয়ে আপনি তার আয় ব্যায় নিয়নত্রন করবেন। অথবা উঠতে বসতে আপনার পরামর্শ ছাড়া যেন সে কিছুই করতে না পারে সেইজন্য তাকে সবসময় সমাজ পরিবার বন্ধু বান্ধব থেকে আলাদা করে রাখছেন? কথায় কথায় আমার জন্য তুমি অস্ট্রেলিয়া আসতে পেরেছ, তুমি কিছু বোঝো না, কিছু পারো না জাতীয় কথা বলে তার আত্মসম্মানকে আঘাত করা আপনার বদ অভ্যাসে পরিনত হয়েছে?

আপনার বউ আপনার সম্পত্তি নয়। সে কারোই সম্পত্তি নয়। আপনি যদি সেভাবে ভাবতেও চান, আপনি তা পারবেন না। কারণ, এই ধরনের আচরণকে অস্ট্রেলিয়ার আইন বলে ডমেস্টিক ভায়োলেন্স। অস্ট্রেলিয়া, ডমেস্টিক ভায়োলেন্সকে কোনোভাবেই সমর্থন করেনা।

আজকের পর্বে আমরা দেখবো, অস্ট্রেলিয়াতে ডমেস্টিক ভায়োলেন্সের একটা সম্পূর্ণ চিত্র।

Domestic Violence in our community[1]

Discussing about rise of homicide due to Domestic Violence with Tanveer Ahmed & Sabrin Farooqui

Posted by Gaan Baksho[2] on Sunday, June 2, 2019
Endnotes:
  1. Domestic Violence in our community: https://www.facebook.com/gaanbaksho/videos/407880883400308/
  2. Gaan Baksho: https://www.facebook.com/gaanbaksho/

Source URL: https://priyoaustralia.com.au/community-news/sydney-news/2019/rise-of-homicide-domestic-violence-in-our-community/