সিডনিতে বঙ্গবন্ধু পরিষদের জাতীয় শোক দিবস পালন

by Priyo Australia | August 28, 2017 8:54 am

বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া আয়োজিত বাংলাদেশের স্থপতি, বাঙালী  জাতির জনক, হাজার বৎসরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার উদ্যোগে দিবসটি পালিত হয়।

বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করছেন বাংলাদেশ সরকারের প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী জনাব নুরুল ইসলাম বিএসসি মাননীয় মন্ত্রীর সহধর্মিনী সানোয়ারা ইসলাম এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মফিজুল হক[1]

বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করছেন বাংলাদেশ সরকারের প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী জনাব নুরুল ইসলাম বিএসসি মাননীয় মন্ত্রীর সহধর্মিনী সানোয়ারা ইসলাম এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মফিজুল হক

এ উপলক্ষে ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন অস্ট্রেলিয়া সফররত বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব নুরুল ইসলাম বিএসসি। গত ১৫ আগস্ট স্থানীয় সময় বিকেল ৪টায় বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে নিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দাউদ হাসান ও ড. মমতা চৌধুরীসহ বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি মফিজুল হক, সহসভাপতি সৈয়দ শাহ আলম, সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন  ইফতু, কোষাধ্যক্ষ এম এ মনসুর, মনজুর হোসাইন, জহিরুল ইসলাম মহসিন,  জিয়াউল কবির জিয়ন, তৌফিকুল ওহাব, এনামুল হক, আনোয়ারুল হক, সুধীর মন্ডল  ও মাননীয় মন্ত্রীর সহধর্মিনী সানোয়ারা ইসলাম এবং সানোয়ারা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ শেষে মাননীয় মন্ত্রী নুরুল ইসলাম ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ  [2]

বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ শেষে মাননীয় মন্ত্রী নুরুল ইসলাম ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ

পুষ্পস্তবক অর্পণ শেষে মাননীয় মন্ত্রী জনাব নুরুল ইসলাম – বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান  এবং সবাইকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান।

Endnotes:
  1. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2017/08/bongabondhu17-2.jpg
  2. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2017/08/bongabondhu17-1.jpg

Source URL: https://priyoaustralia.com.au/community-news/sydney-news/2017/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%a6%e0%a7%87/