বাংলাদেশ সোসাইটি অফ সিডনী এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

by Priyo Australia | August 24, 2015 4:47 am

বাংলাদেশ সোসাইটি অফ সিডনী (বি ডি এস এস) এর বার্ষিক সাধারণ সভা ‘২০১৫ গত ২রা আগস্ট রবিবার অনুষ্ঠিত হয়েছে । রকডেল পাবলিক স্কুলে সুস্বাদু দুপুরের খাবারের পর পরই শুরু হয়েছিল এই সভা। সভাপতি জনাব সহেলুর রহমানের সভাপতিত্বে সভার কাজ শুরু হয়। শুরুতেই জনাব জামাল আহমেদ কোরআন তেলাওয়াত করেন দুপুর বারটা ত্রিশ মিনিটে। জনাব সভাপতি উপস্থিত সকল মেম্বার দের শুভেচ্ছা জানিয়ে দিনের কার্যক্রম শুরু করেন।

এরপর বি ডি এস এস এর সাধারণ সম্পাদক জনাব আবু হাসানাত লিটন গত বছরের সমস্ত কার্যক্রম বিষদ ভাবে লিখিত আকারে তুলে ধরেন এরপরই কোষাধ্যক্ষ জনাব মোহাম্মদ ফারুক পেশ করেন গত বছরের আর্থিক হিসাব-নিকাশ। পর পর দুটি পর্বে উপস্থিত সদস্যরা আলোচনাতে অংশ নেন। প্রথম পর্বের এই অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব শহীদুজ্জামান আলো।

দ্বিতীয় পর্বে শুরু হয় আগামী ২০১৫ -২০১৬ সালের জন্য নতুন কার্যকরী কমিটি নির্বাচন । গোপনীয় ব্যালট এর মাধ্যমে উপস্থিত সভ্যগন তাঁদের ভোট প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা করেন জনাব শফিক সেলিম এবং তাঁকে সহযোগিতা করেন জনাবা আফসানা বিলকিস ও জনাবা আঞ্জুমানারা জামান।

এবারের নির্বাচনে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন ১১ জন এবং গত ১৬ই আগস্ট কার্যকরী কমিটির প্রথম সভায় বাকি ২ জন সদস্য কে কো-অপট করে মোট ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নব নির্বাচিত কমিটি সকল সিডনী বাসী তথা অস্ট্রেলিয়া বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

কমিটি নিম্নরূপ

১। সভাপতি শামসুজজোহা স্বপন
২। সহ- সভাপতি (১) আবু হাসানাত লিটন
৩। সহ- সভাপতি (২) আঞ্জুনানারা কালাম
৪। সাধারণ সম্পাদক রাশিদা হুদা মনি
৫। সহ- সাধারণ সম্পাদক আব্দুল আহাদ
৬। কোষাধ্যক্ষ মোহাম্মদ ফারুক
৭। সহকারী কোষাধ্যক্ষ সুলতানা এজাজ
৮। প্রচার- প্রকাশনা সম্পাদক শহীদুজ্জামান আলো
৯। সাংস্কৃতিক সম্পাদক মাকসুমুল আহসান
১০। কার্যকরী সদস্য (১) সহেলুর রহমান
১১। কার্যকরী সদস্য (২) জামাল আহমদ
১২। কার্যকরী সদস্য (৩) হায়াত মাহমুদ
১৩। কার্যকরী সদস্য (৪) মোহাম্মদ আনোয়ারুল আজিজ

20150802_145709[1]

20150802_145136[2]

Endnotes:
  1. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2015/08/20150802_145709.jpg
  2. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2015/08/20150802_145136.jpg

Source URL: https://priyoaustralia.com.au/community-news/sydney-news/2015/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%ab-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%a8-2/