সিডনীর হ্যারিস পার্কে ভক্ত মন্দির সিডনীর জমি অধিগ্রহণ

by Priyo Australia | February 19, 2013 2:04 am

ভক্ত মন্দির সিডনী সকল বাঙ্গালী হিন্দু সম্প্রদায়কে অতি আনন্দের সাথে জানাচ্ছে যে, ভক্ত মন্দির সিডনী গত ২১ শে জানুয়ারী ২০১৩ তে সিডনী হ্যারিস পার্কের ২ রিচী স্ট্রীট এ ৮৪০ বর্গ মিটারের একটি জায়গা অধিগ্রহণের জন্য কন্ট্রাক্ট বিনিময় করেছে।

জমি অধিগ্রহণের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। তাই, ভক্ত মন্দিরের এই জায়গা ক্রয়ের প্রক্রিয়াকে সফলতার সাথে এগিয়ে নিতে ভক্ত মন্দির সিডনী, সকলের কাছে আন্তরিক সাহায্যের আবেদন করছে। আপনার সামান্য সাহায্য ভক্ত মন্দির কে তাঁর অভীষ্ট লক্ষে পৌছাতে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

ভক্ত মন্দির সিডনী ট্রাষ্ট এর ব্যাংক হিসাব নাম্বার নিম্নে উল্লিখীত হলঃ

ব্যাংক হিসাব এর নামঃ ভক্ত মন্দির সিডনী ট্রাষ্ট

বি এস বিঃ ০৮২৯৫৫

হিসাব নাম্বারঃ ১২৯৭৯৩৫৭৪

ব্যাংক এর নামঃ ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংক

Account name: Vakta Mandir Sydney Trust

BSB: 082955

Account number: 129793574

Name of the Bank: National Australia Bank

ভক্ত মন্দির সিডনী বিশ্বাস করে যে, আজ পর্যন্ত ভক্ত মন্দির সিডনী যা কিছু অর্জন করেছে বা যা যা ভবিষ্যতে করবে তা সবই আপনাদের আন্তরিক সাহায্য ও সহযোগিতারই ফল। ভক্ত মন্দিরকে সাহায্য করে সিডনীতে বাঙ্গালী সম্প্রদায়ের জন্য একটি সার্বজনীন মন্দির প্রতিষ্ঠায় নিজেকে নিয়জিত করুন।

এই উদ্দেশে, আগামী ১০ই ফেব্রুয়ারী রোজ রবিবার বেলা ১১ টায়, হ্যারিস পার্কের ২ রিচী স্ট্রীট এর এই জায়গা দেখার জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে।

ধন্যবাদান্তে,

ভক্ত মন্দির সিডনী ট্রাষ্ট

সুমন সাহা, ট্রাষ্টি (এডমিনিস্ট্রেশন)

ডাঃ সুব্রত বিশ্বাস ট্রাষ্টি (মেম্বারশিপ)

ডাঃ জয়ন্ত কর ট্রাষ্টি (ইভেন্ট ম্যানেজমেন্ট)

বিধান চক্রবর্তী

ট্রাষ্টি (প্রেস এন্ড পাব্লিকেশন)

অশোক কুণ্ডু ট্রাষ্টি (ট্রেজারার)

ইমেইলঃ info@vaktamandir.org.au[1] , member@vaktamandir.org.au[2]

অয়েব সাইটঃ www.vaktamandir.org.au[3]

2013/Fund_Appeal_for_VMS_Land_964042619.pdf[4] ( B) 

Endnotes:
  1. info@vaktamandir.org.au: mailto:info@vaktamandir.org.au
  2. member@vaktamandir.org.au: mailto:member@vaktamandir.org.au
  3. www.vaktamandir.org.au: http://www.vaktamandir.org.au/
  4. 2013/Fund_Appeal_for_VMS_Land_964042619.pdf: https://priyoaustralia.com.au/live/wp-content/uploads/files/2013/Fund_Appeal_for_VMS_Land_964042619.pdf

Source URL: https://priyoaustralia.com.au/community-news/sydney-news/2013/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%95/