Global Peace : Role of Sheikh Hasina

by Harun R Azad | March 24, 2011 3:55 am

বিশেষ প্রতিনিধিঃ হারুন রশীদ আজাদ . গতরবিবার ১৯শে মার্চ সিডনি বিশ্ব বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের থিয়েটার ভবণে আর্ন্তজাতিক সভার আয়োজন করেছিলেন বাংলাদেশ কেণ্দ্রীয় যুব লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্হানীয় সরকার প্রতিমন্বী জাহাঙ্গীর কবির নানক সামারি কী নোট স্পীকার হিসাবে ভাষন দান করেন।

যুব লীগের সাধারন সম্পাদক মির্জা আযম জাতিয় সংসদের হুইপ সহ ,অনুষ্ঠানে প্রস্তাব আাকারে আরো আলোচনা ও মন্তব্য মতামত রাখেন । আলোচনায় বিশ্বশান্তি , পরিবেশ দুষন , মৌল ও জঙ্গীবাদ বিষষে পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি , যুদ্ধাপরাধ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু¯পষ্ট বক্তব্য ও তার নেতৃস্হানীয় ভুমিকার বিশ্ব নেতাদের প্রশংসাকে তুলে ধরা হয়। গনতন্ত্রের স§রন থাকে যে ১৯৭৪ সালে ৬৬ জাতির জোট নিরপেক্ষ সম্মেলনে বিশ্বের নিপিড়ীত মানুষের পক্ষে আজীবন কথা বলার জন্য প্রধানমন্বী শেখ হাসিনার পিতা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তি পুরস্কার “ জুলিও কুরি ” পদকে ভুষিত করাহয় |

2011/pdf/GlobalPeace.2011_374925953.pdf[1] ( B) 

Endnotes:
  1. 2011/pdf/GlobalPeace.2011_374925953.pdf: https://priyoaustralia.com.au/live/wp-content/uploads/files/2011/pdf/GlobalPeace.2011_374925953.pdf

Source URL: https://priyoaustralia.com.au/community-news/sydney-news/2011/global-peace-role-of-sheikh-hasina/