Eid Punarmilani 2010 News from Sydney

by Priyo Australia | November 29, 2010 1:50 am

বাংলাদেশ সোসাইটি অব সিডনী’র উদ্দোগে
ঈদ পূনর্মীলনী
বাংলাদেশ সোসাইটি অব সিডনী আয়োজন করেছে ”ঈদ পূনর্মীলনী’ অনুষ্ঠানের। গত একুশে নভেম্বর রবিবার রকডেল পাবলিক স্কুলের হলরুমে বিকেল ছয় টাতে শুরু হয়ে রাত সাড়ে নয়টায় শেষ হয়েছে। অনুষ্ঠানে ছিল বেশ কয়েকটি আকষর্ন ।

শুরুতেই বাংলাদেশ সোসাইটি অব সিডনী’র সভাপতি জনাব শহীদুজ্জামান আলো’র স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটি। এরপর পবিত্র কোরআন
থেকে তেলাওয়াত করে শুনায় বাংলাদেশ কালচারাল স্কুল সিডনী’র ছাত্র আবিদ, সাদমান হাবিব, তিবা, তাবিনা। গল্প বলেছে মুনাদ, কবিতা আবৃি ত্ত করেছে প্রত্যয় ও প্রা নজল। পবিত্র ঈদ সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করেছে নাজিয়া। প্র ম পর্বের শেষে ছিল মনমুগ্ধকর নৃত্য, প্রদর্শন করেছে রাইসা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল আকর্ষনীয় সব খাবারের আয়োজন। উপস্থিত সকলেই নানা ধরনের খাবারে অংগ্রহন করে।

এরপর অনুষ্ঠানের ততৃীয় পবর্, সংগীতানষ্ঠুান। শুরুতেই রুবিনা আক্তার ঝুমু পরপর তিনটি গান করে দর্শকÑশ্রাতাদের মুগ্ধ করে দেয়। এরপর শুরু হয় দিনের প্রধান আকষর্ন ”গ্রাউন্ড জিরো” ব্যান্ড এর মন মাতানো গান। কন্ঠশিল্পী রাজিব ও সুমন বেশকিছু গান গেয়ে উপস্থিত সকলের মন কেড়ে নেয়। যন্ত্রসঙ্গীতে ছিলেন ড্রাম- অনি, বেজ গীটারÑ সাকিব, লিড গীটারÑ মিনহাজ এবং কীবোর্ডেÑ মহী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি অব সিডনী’র প্রাক্তন সভাপতি জনাব নাজমুল হুদা। উপস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক জনাব শফিকুর
রহমান চৌধূরী, এবং অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধান এবং পরিচালনায় ছিলেন সোসাইটির সহ সভাপতি জনাব হায়াত মাহমুদ। বাংলাদেশ কালচারাল স্কুল
সিডনী’র ছাত্র-ছাত্রী এবং সম্মানিত অভিভাবকদের মধ্যে অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সফলতায় সকল অংগ্রহনকারীদের প্রতি কতৃ জ্ঞতা
জানিয়েছেন সোসাইটির সভাপতি জনাব শহীদুজ্জামান আলো।

Event photos at https://priyoaustralia.com.au/photos/main.php?g2_itemId=11717[1]

______

৯৫৯৭৭৭৭১, ০৪০৩১১২৪৫৬ বাংলাদেশ সোসাইটি অব সিডনী’র উদ্দোগে পরিচালিত বাংলাদেশ কালচারাল স্কুল সিডনীতে ছাত্র-ছাত্রী ভর্তি চলছে
গত ৫ বছর ধরে অভিজ্ঞ শিক্ষক- শিক্ষীকা দারা পরিচালিত প্রতি রবিবার সকাল ১০ টা থেকে কোন প্রকার স্কুল ফি নেই
পবিত্র কুরআন শিক্ষা, বাংলা ভাষা শিক্ষা
সঙ্গীত শিক্ষা ও চিত্রাংকন
স্থানঃ রকডেল পাবলিক স্কুল (Lord Street, Rockdale)

বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন:
ড: মোহাম্মদ হাবিব উলাহ।
শহীদুজ্জামান আলো
প্রিন্সিপ্যাল সভাপতি
৯৫৪৬৮১৬০

pdf/2010/EID_941633126.pdf[2] ( B) 

Endnotes:
  1. https://priyoaustralia.com.au/photos/main.php?g2_itemId=11717: https://priyoaustralia.com.au/photos/main.php?g2_itemId=11717
  2. pdf/2010/EID_941633126.pdf: https://priyoaustralia.com.au/live/wp-content/uploads/files/pdf/2010/EID_941633126.pdf

Source URL: https://priyoaustralia.com.au/community-news/sydney-news/2010/eid-punarmilani-2010-news-from-sydney/