by Priyo Australia | January 12, 2010 5:41 am
এম মোরশেদ,অস্ট্রেলিয়া থেকে: বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার উদ্দ্যোগে গতকাল ১০ই জানুয়ারী সিডনিতে বোটানিস্থ স্যারযোসেফ ব্যাংক পার্কে বনাঢ্য বিজয় দিবস এবং দিনব্যাপী অনুষ্ঠানের বনভোজনের আয়োজন করা হয়। বিজয় দিবস এবং বনভোজন দলমত নির্বিশেষে সিডনির সর্বস্তরের বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়াও বিশেষ আমন্ত্রনে উপস্থিত ছিলেন সিডনির বিভিন্ন সংবাদপত্র, ওয়েবসাইট, রেডিও, টিভির সাংবাদিকবৃন্দ।
প্রবাসে দেশের ঐতিহ্য ও গৌরবান্বিত এই দিনটি অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করা হয়েছে।দলমত নির্বিশেষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সভাপতি সাইয়েদা খানম আঙ্গুর¡, সাধারন সম্পাদক মোসলেহউদ্দিন আরিফ,বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি মোস্তাক আহমদ সৈয়দ, সাবেক সভাপতি ফারুক আহমেদ খান, সহকারী সাধারন সম্পাদক কুদরতউল্লাহ লিটন, ভয়েস অব বাংলাদেশ রেডির ড.নার্গিস আক্তার বানু, মো: আশরাফুল আলম রনি ও আহবায়ক, বনভোজন ঊদযাপন উপকমিটি, বিদেশ বাংলার পরিচালক রহমত উল্লাহ ,আওয়ামী লীগ অষ্ট্রেলিয়া শাখার সদস্য সচিব শাহ আলম , বাংলা বার্তার প্রধান সম্পাদক আসলামমোললা, সম্পাদক প্রনব কুমার দাস, অস্ট্রেলিয়া বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ক্যাম্পবেলটাউনের সভাপতি ইসমাইল মিয়া, জাসাস অস্ট্রেলিয়ার সভাপতি বেলাল হোসেন ঢালী, কোষাধ্যক্ষ মো: সালাহউদ্দিন মানিক, কল্যাণ ও গবেষণা সম্পাদক ওমর ফারুক, তথ্য ও দপ্তর সম্পাদক এস.এম. রানা, যুবদল অস্ট্রেলিয়ার সদস্য মাহমুদুল আলম, ফসিউল আলম জামাল, আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক রহমত উল্লাহ এবং কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ নাসিরুল হক, রাশেদুল হক বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন অন্যতম । দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা এই অনুষ্ঠান চলে।
বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সভাপতি সাইয়েদা খানম আঙ্গুরে¡র উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ প্রদান করেন ক্রীড়া সম্পাদক রহমত উল্লাহ । অনুষ্ঠানের সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্যে ছিল বড়দের দড়ি টানাটানি, আবৃত্তি, শিশুদের বিশেষ চিত্রাংকন প্রতিযোগিতা এবং খেলাধুলার মধ্যে ছিল, শিশুদের ৫০ মিটার দৌড়, মহিলাদের বালিশ দৌড় প্রতিযোগিতা। অনুষ্ঠান সমাপ্ত করার পূর্বে বিজয় দিবসের ইতিহাস পাঠ করেন সহকারী সাধারন সম্পাদক কুদরতউল্লাহ লিটন এবং সাংগঠনিক সম্পাদক মো: আশরাফুল আলম রনি ও আহবায়ক, বনভোজন ঊদযাপন উপকমিটি । বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সভাপতি সাইয়েদা খানম আঙ্গুর¡ এবং সাধারন সম্পাদক মোসলেহউদ্দিন আরিফ কর্তৃক পুরস্কার প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Source URL: https://priyoaustralia.com.au/community-news/sydney-news/2010/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%ac-%e0%a6%85%e0%a6%b8-456/
Copyright ©2025 PriyoAustralia.com.au unless otherwise noted.