বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত

by Priyo Australia | January 18, 2009 4:19 pm

গত ১১ই জানুয়ারী ২০০৯ বিপুল উৎসাহ, উদ্দীপনা ও ব্যপক সমারোহে সিডনীর গ্লেনফিল্ড কমিউনিটি হলে পালিত হলো বাঙ্গালী জাতির মহান নেতা, বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭১ সালের ২৪শে মার্চ পাকিস্থানের সামরিক জান্তা ইয়াহিয়ার সাথে সকল আলোচনা ভেঙ্গে পড়ার পর ২৫শে মার্চের কালো রাত্রীতে সামরিক জান্তা বাংলাদেশ (তথকালীন পূর্ব পাকিস্থান)-র উপর পশ্চিম পাকিস্থানী হানাদার বাহিনী লেলিয়ে দেয়। রাতের অন্ধকারে তারা হায়েনার মত ঝাপিয়ে পড়ে ঢাকা বিশ¡বিদ্যালয়, পিলখানা বিডিআর ক্যাম্প এবং রাজারবাগ পুলিশ লাইন সহ আপামর নিরীহ জনসাধারনের উপর এবং নির্বিচারে শুর¦ করে হত্যায¹্য। বঙ্গবন্ধু তখন ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থান করছিলেন। সামরিক জান্তার আক্রমনের খবর পেয়ে তিনি তৎক্ষনাৎ বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করেন এবং বেতার বার্তার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেন। তিনি বলেন, “This may be my last message, from to-day bangladesh is independent. I call upon the people of Bangladesh wherever you might be and with whatever you have, to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier of the pakistan occupation army is expelled from the soil of bangladesh. Final victory is ours.” এরপর রাত ১:১০মি: এ হানাদার বাহিনী সেখান থেকে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে অজানা স্থানে নিয়ে যায় এবং পরবর্তীতে পশ্চিম পাকিস্থানের লয়ালপুর কারাগারে অন্তরীন করে রাখে। হানাদারেরা দীর্ঘ নয় মাস বাংলাদেশের উপর নিঃষংশ ধংসলীলা চালায়, অসংখ্য ঘরবাড়ি জ্ব¡লিয়ে ছারখার করে দেয়, হত্যা করে ৩০ লক্ষ মানুষের তাজা প্রান এবং কেড়ে নেয় দুই লক্ষ মা-বোনের ইজ্জত। জনতা বঙ্গবন্ধুর আহবানে প্রতিরোধ গড়ে তুলে, শুর¦ হয় সশসত্ত মুক্তিযুদ্ধ। লয়ালপুর কারাগারে গোপন বিচারের মাধ্যমে সেপ্টেম্বর মাসে বঙ্গবন্ধুকে মৃত্যূদন্ডে দন্ডিত করা হয় এবং সামরিক জান্তা কারা প্রকৌষ্ঠের বাইরে কবর খুড়ে তার মৃত্যূদন্ড কার্যকর করার ব্যবস্থা নেয়।


click below attached file for details | click here for more event photos[1]

Endnotes:
  1. click here for more event photos: https://priyoaustralia.com.au/photos/main.php?g2_itemId=4861

Source URL: https://priyoaustralia.com.au/community-news/sydney-news/2009/%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af/