প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আওয়ামীলীগ অস্ট্রেলিয়া’র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

by Priyo Australia | February 22, 2009 6:01 pm

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আওয়ামীলীগ অস্ট্রেলিয়া’র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আওয়ামীলীগ অস্ট্রেলিয়া’র সভাপতি নূরুল আজাদ ও সাংগাঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা ঢাকা,৩০ জানুয়ারীঃ গত ২৯ জানুয়ারী , বৃহস্পতিবার দুপুর ১.৩০ মিনিটে গণভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় শেখ হাসিনার সাথে বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া’র নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাত করেন। নেতৃবৃন্দ নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোটের ঐতিহাসিক বিজয়ে অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালিদের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে প্রানঢালা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সকল বাঙালি ভাইবোনদেরকেও তাঁর পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

নেতৃবৃন্দ অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালিদের বিভিনড়ব কর্মকান্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্তোষ প্রকাশ করে বলেন, বিভিনড়ব সংকট ও দূর্যোগময় মূহুর্তে প্রবাসীরা যেভাবে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন ভবিষ্যতেও তারা এ ধারা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এ প্রতিনিধি দলে আওয়ামীলীগ অস্ট্রেলিয়া’র সভাপতি নূরুল আজাদ ও সাংগাঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও অস্ট্রেলিয়া আওয়ামীলীগ নেতৃবৃন্দ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, স্থানীয় সরকার ও পলউনড়ব্য়ন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম , যোগাযোগমন্ত্রী আবুল হোসেন, শ্রম ও জনশক্তি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদ,পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মনড়বান খাঁন, শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী বেগম মনড়বুজান সুফিয়ান ও হুইপ নুরে আলম চৌধুরী লিটনের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।

Source URL: https://priyoaustralia.com.au/community-news/sydney-news/2009/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be/