জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার মিলাদ ও স্মরন সভা অনুষ্ঠিত

by P. S. Chunnu | September 10, 2009 6:28 pm

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া গত ২৩ আগষ্ট, রবিবার বাদ মাগরিব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন কর্মসূচির অংশ হিসেবে এক মিলাদ মাহফিলের আয়োজন করে সিডনির রোজবেরীস্থ গ্রীন স্কয়ার কমিউনিটি হলে।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্যদিয়ে জাতির জনকসহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ যাঁরা ১৫ আগষ্ট শাহাদাৎ বরণ করেছেন তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং বাংলাদেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জনাব শাহ আলম সৈয়দ।

বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ড. বোরহান উদ্দিনের সভপাতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত সকলে জাতির জনকের বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তাঁর অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধু হত্যার বিচার এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবীও জোরালোভাবে এ সভায় উচ্চারিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার কার্যকরী পরিষদের সকল সদস্য ছাড়াও বঙ্গবন্ধু সোসাইটি অস্ট্রেলিয়ার আহবায়ক গামা আব্দুল কাদির, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সাধারন সম্পাদক ব্যারিস্টার সিরাজুল হক, একুশে একাডেমী অস্ট্রেলিয়ার সভাপতি মফিজুল হক, বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি ক্যাম্বেলটাউন-এর সভাপতি মইনুল ইসলাম চৌধুরী, সাধারন সম্পাদক ফারুক ইকবাল, বাংলাদেশী অস্ট্রেলিয়ান ওয়েলফেয়ার সোসাইটির জয়েন্ট সেক্রেটারী মনসুরুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সহ- সভাপতি ড. এজাজ আল মামুন হ্যাপি, মাহমুদ হোসেন , মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী ড.কামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক সুরভী ছন্দা, াাপ্যায়ন সম্পাদক মাহবুব চৌধুরী শরীফ, ছাত্র ও যুব সম্পাদক মাহমুদুল হাসান ববি,কার্যকরী সদস্য ড. আহমেদ রেজা, একেএম আলিমুজ্জামান,মোঃ মশিয়ুর রহমান লাভলু, আহসান হাবীব ও বঙ্গবন্ধু সোসাইটির সদস্য লিয়াকত আলী লিটন, জহিরুল ইসলাম মহসীন, এনামুল হক প্রমুখ ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সাধারন সম্পাদক পি এস চুন্নু। মিলাদ শেষে সকলকে ইফতার ও নৈশভোজে আপ্যায়িত করা হয়।

Source URL: https://priyoaustralia.com.au/community-news/sydney-news/2009/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%ae-878/