অবিস্মরণীয় ঐতিহাসিক বিজয় – মহাজোটকে অভিনন্দন

by Priyo Australia | January 4, 2009 4:54 pm

বাংলাদেশের গতকালকের জাতীয় নির্বাচনে অভাবনীয় ঐতিহাসিক বিজয় অর্জনের জন্য আমরা বাংলাদেশ আওয়ামী লীগ ও মহাজোটকে জানাই রক্তিম অভিনন্দন ও শুভেচ্ছা। সেই সাথে বাংলাদেশের সকল নাগরিকদেরকে আগামী দিনের বাংলাদেশের কাংখিত দিনবদলের পক্ষে নিরঙ্কুশ সমর্থন দানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও আইন-শৃঙখলা রক্ষাকারী বাহিনীকেও একটি শান্তিপূর্ন, সুষ্ঠ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহনযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়ের জন্য অশেষ শাধুবাদ জানাই।

আমরা আওয়ামী লীগ ও মহাজোট নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সহ সকল নেতৃবৃন্দকে আমাদের প্রানঢালা অভিনন্দনের পাশাপাশি এটিও বিনীতভাবে বলতে চাই যে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার এখন আর আওয়ামী লীগ বা মহাজোটের সনদ নয়, এটি এখন সারা বাংলাদেশের দিনবদলের সনদ এবং জনগনের সম্পদ। এই সনদ বাস্তবায়ন এখন মহাজোট সরকারের নৈতিক এবং অবশ্যঃকরনীয় দায়িত্ত্ব। জনগনের বিশাল ম্যানডেটের অধিকারী এই সরকারের এর ব্যতÑয় ঘটানোর কোন অবকাশ নাই। তাই আমরা জননেত্রীকে ফুলেল শুভেক্রজ্বর সাথে সাথে এও আহবান জানাক্রিজ যে আপনার নেতৃতাধীন আগামী সরকার যেন অতিদ্রুত সুশাসন প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য সাধারন মানুষের সহনীয় পর্যায়ে নামিয়ে আনা এবং যুদ্ধাপরাধীদের বিচারের পদক্ষেপ গ্রহন করে। এটির বাস্তবায়ন এখন যেমন সকল বাংলাদেশীর অধিকার তেমনি সকল প্রবাসী বাংলাদেশীদেরও প্রানের দাবী।

আব্দুল জলিল গাউছুল আলম

সভাপতি সাধারন সম্পাদক

Source URL: https://priyoaustralia.com.au/community-news/sydney-news/2009/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%90%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%9f/