সিডনিতে প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী: ক্যাডেটস ডে আউট

by Priyo Australia | October 5, 2009 9:28 pm

গত ২৭ সেপ্টেম্বর, রবিবার, সিডনির বুকে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হলো অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশের সকল ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠান। সিডনির প্যারাম্যাটা পাকের্ দুপুরের আগেই ১২২ জন প্রাক্তন ক্যাডেট সপরিবারে মিলে ছিল এই অনুষ্ঠানে, এর মধ্যে আট জন ছিল ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের। সকাল এগারোটায় শুরু হওয়া এই পুনর্মিলনী অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপস্থিত ক্যাডেটদের মধ্যে সবচেয়ে সিনিয়র ইনটেকের প্রাক্তন ক্যাডেট, ঝিনাইদহ ক্যাডেট কলেজেরে প্রাক্তন ক্যাডেট ডঃ বদরুল খান। অনুষ্ঠানে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা ধরনের প্রতিযোগিতা, মহিলাদের জন্য মিউজিক্যাল চেয়ার ও প্রাক্তন ক্যাডেটদের জন্য ‘আন্ত: ক্যাডেট কলেজ ডিম ছোড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুপুরে জিঞ্জার ইন্ডিয়ান রেস্টুরেন্টের পরিবেশনায় মধ্যাহ্ন ভোজন শেষে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা ও রাফেল ড্রর। সাংষ্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিভিন ড়ব ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটরা। কুইজ অুনষ্ঠানটি পরিচালনা করেন রফিকুল হাসান, সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন আহসানুর রহমান। এর ফাঁকে বৈকালিন চায়ের সাথে ডেজাটর্ হিসেবে ছিল বনফুলের মিষ্টি চমচম ও জিলাপি। রাফেল ড্রতে বিজয়ী পাঁচজনকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে বিভিন ড়ব পুরস্কার বিতরণ করেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট এমদাদুল হক এবং রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট খায়রুল আবেদীন। ক্যাডেটস ডে উপলক্ষে উপলক্ষে অস্ট্রেলিয়া¯’ বাংলাদেশী প্রাক্তন ক্যাডেটদের সংগঠনের পক্ষ থেকে একটি মনোজ্ঞ স্মরণিকা ও সুন্দর একটি ক্যাপ তৈরী করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করেন ডাঃ আয়াজ চৌধুরী।

সারাদিনব্যাপী অনুষ্ঠিত এই পুনর্মিলনী অনুষ্ঠানে বিভিনড়ব ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটরা তুমুল আড্ডায় মেতে ওঠে, মেলে ধরে স্মৃতির আধার। অপ্রত্যাশিত হিমেল হাওয়াও পারেনি তাদের এই মিলন মেলাকে ম্লান করে দিতে। এই অনুষ্ঠান শেষে জিঞ্জার ই-িয়ান রেস্টুরেন্টের পক্ষ থেকে ভবিষ্যতে সকল প্রাক্তন ক্যাডেটকে সপরিবারে যে কোন খাবারের উপর দশ শতাংশ ছাড় দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

এই পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনে ডঃ মাসুদুল হক, ইসমাইল হাসান, ডাঃ আয়াজ চৌধুরী, জামান মৃধা, নওশাদ শাহ, রফিকুল হাসান, সাইফুল চৌধুরী, আহসানুর রহমানসহ বিভিন ড়ব ক্যাডেট কলেজের প্রতিনিধি হিসেবে খুরশীদ রেজা, কাজী নাজমুল হাসান, ডঃ বদরুল খান, আসিফ হোসেন, ফিরোজ শওকত, আদনান হোসেন, শহিদুল আমিন, মেসবাউল ইসলাম, শাহেদ জালাল, মাহমুদ রাব্বী, শাহাদাত হেলাল, আতিক ফিরোজ, খালেদুন নবী, রাজু হুদা, ফজলে রাব্বী, ফারহানা রিফাত, লায়লা মীর, শাহেদুর রহমান ও তানভীর আহমেদ মূল ভূমিকা পালন করেন।

উলেখ্য, গত ২০০৫ সালে সিডনিতে প্র মবারের মত বাংলাদেশের সকল ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

Please find below attachment for more details and event photos.

Source URL: https://priyoaustralia.com.au/community-news/sydney-news/2009/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a1%e0%a7%87-2/