by Priyo Australia | December 8, 2009 3:21 am
এম,মোরশেদ অস্ট্রেলিয়া থেকে : গতকাল শনিবার ৫ই ডিসেম্বর ২০০৯ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া শাখার এক বিবৃতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন পদে পুনর্নির্বাচিত হওয়ায় বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে¦ অস্ট্রেলিয়া বিএনপি অভিনন্দন জানিয়েছে। এক যৌথ অভিনন্দন বাণীতে নেত্রীর সাফল্য কামনা করে বিএনপি অস্ট্রেলিয়ার যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম খলিল মাসুদ, বিএনপি অস্ট্রেলিয়ার যুগ্ম আহ্বায়ক মোসলেহউদ্দিন আরিফ, বিএনপি অস্ট্রেলিয়ার যুগ্ম আহ্বায়ক ও জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি কুদরতউল্ল্যাহ লিটন, অস্ট্রেলিয়া যুবদলের আহ্বায়ক হাফিজুল ইসলাম তারেক, বিএনপি অস্ট্রেলিয়ার নেত্রী সাইয়েদা খানম আঙ্গুর, জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার সাধারন সম্পাদক মোবারক হোসেন, অস্ট্রেলিয়া ছাত্রদলের আহ্বায়ক মোস্তফা মোরশেদ নিথুন, বিএনপি নিউ সাউথ ওয়েলস শাখার সাধারন সম্পাদক আশরাফুল আলম রনি , মেলবোর্ন বিএনপি সিনিয়র সহ সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ মনি , মেলবোর্ন বিএনপি সাধারন সম্পাদক জালাল উদ্দিন কুমু , অস্ট্রেলিয়া ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মানিক বলেন দেশের এই দুর্দিনে ও সংকটময় পরিস্থিতিতে দেশ, জাতি ও দলের জন্য বেগম জিয়ার নেতৃত্ব অত্যন্ত প্রয়োজনীয় এবং তার গতিশীল নেতৃত্বে বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠায় সামনের দিকে এগিয়ে যাবে।
অন্য এক বিবৃতিতে বিএনপি অস্ট্রেলিয়ার যুগ্ম আহ্বায়ক মোসলেহউদ্দিন আরিফ বলেন, তারেক রহমান ও আরাফাত রহমানকে মামলায় জড়িয়ে জিয়া পরিবারের ভাবমূর্তি বিনষ্ট এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করাই এই মামলার প্রধান উদ্দেশ্য। এটা সবার কাছে প্রতীয়মান যে, সরকারের প্রত্যক্ষ মদদে মামলাটি দায়ের করা হয়েছে।
Source URL: https://priyoaustralia.com.au/community-news/sydney-news/2009/%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d/
Copyright ©2025 PriyoAustralia.com.au unless otherwise noted.