by Priyo Australia | August 23, 2008 12:45 pm
Bangabondhu Porishad WA
গত ১০ ই আগস্ট পার্থ পশ্চিম অষ্ট্রেলিয়ার অষ্ট্রেলিয়া এশিয়া হাউজ মিলনায়তনে এক অনাড়ম্বর জমায়েতের মাধ্যমে গঠিত হয় বঙ্গবন্ধু পরিষদ পশ্চিম অষ্ট্রেলিয়া ।
পশ্চিম অষ্ট্রেলিয়া অভিবাসী বাঙ্গালী, নতুন প্রজন্ম এবং অষ্ট্রেলিয়ানদের মাঝে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার প্রকৃত ইতিহাশ জানানো এবং একজন বিশ্ব বরেন্য রাজনীতিবিদ হিসাবে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা বাস্তবায়ন করাই এই সংগঠনের মূল উদ্দেশ্য।
উক্ত সভায় সর্ব সম্মতিক্রমে ফেরদৌস আরা বেগম (পারভীন) সভাপতি এবং সঞ্জয় ধর কে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য এর কার্যকরি কমিটি গঠন করা হয়।
সভাপতি
ফেরদৌস আরা বেগম (পারভীন)
যোগাযোগঃ ০৪৩৪ ১০৬ ৫৩৭; ০৪০১ ৬৫৮ ৬১৫
Source URL: https://priyoaustralia.com.au/community-news/sydney-news/2008/%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%a6-%e0%a6%aa%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%85/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.