নিকোলিতা জিতে নিলেন অড্রি ফেগান এনরিচমেন্ট গ্র্যান্ট

by Priyo Australia | October 11, 2023 9:08 pm

ইরাম নিকোলিতা হক জিতে নিলেন অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি সরকারের ২০২৩ অড্রি ফেগান এনরিচমেন্ট গ্র্যান্ট

অষ্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বাংলাদেশী বংশোদ্ভুত অষ্টম শ্রেণী পড়ুয়া কিশোরী ইরাম নিকোলিতা হক পেলেন অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি সরকারের ২০২৩ অড্রি ফেগান এনরিচমেন্ট গ্র্যান্ট জিতে নিয়েছেন।

অস্ট্রেলিয়ার ক্যানবেরার সাবেক পুলিশ প্রধান অড্রি ফেগানের নামে নামকরন করা এই অনুদানটি নেতৃত্ব গুণাবলী সমৃদ্ধ ব্যক্তিদের দাখিল করা প্রস্তাবনা পর্যালোচনা শেষে সবচেয়ে সম্ভাবনাময় বিবেচিত প্রকল্প বা লক্ষ্যের বাস্তবায়নের জন্য দেয়া হয়।

অনুদানের অর্থে (১০০০ ডলার) ইরাম নিকোলিতা হক বেশ বিরল ও স্বল্প পরিচিত এক প্রতিবন্ধিতা বিষয়ে তথ্য সংগ্রহ, সংশ্লিষ্টদের সাথে আলাপ ও গবেষণা পরবর্তীতে নিজের গবেষক ও শিল্পী স্বত্তা ব্যবহার করে ঐ প্রতিবন্ধিতা বিষয়ে তথ্যবহুল ও সহজে ব্যবহার উপযোগী পোষ্টার ও দেয়াল পত্রিকা তৈরি করবেন। এবং এই তথ্যবহুল উপস্থাপনা ও দেয়াল পত্রিকাগুলো নিকোলিতা ছড়িয়ে দিতে চান অস্ট্রেলিয়ার রাজধানীতে বসবাসরত কিশোরী-কিশোর, তরুণী-তরুন ও বিভিন্ন সংস্কৃতির নারী ও মায়েদের জমায়েতগুলোতে।

নিকোলিতা মনে করেন তার উদ্যোগটি একদিকে যেমন নানাভাবে তার নিজের বিকাশ ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে, অন্যদিকে তার প্রকল্প একটি খুবই স্বল্প পরিচিত ও প্রায় অজানা প্রতিবন্ধিতা বিষয়ে অস্ট্রেলিয়ার রাজধানী অঞ্চলে সচেতনতা তৈরি করবে ও সর্বোপরি একটি ইনক্লুসিভ ও সকলের জন্য অংশগ্রহণমূলক ও প্রবেশগম্য সমাজ ও সংস্কৃতি বিকাশে সহায়তা করবে।

Eram Nikolita Haque and  ACT's Deputy Chief Minister [1]

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরির ডেপুটি চিফ মিনিস্টার ও মিনিষ্টার ফর উইমেন ইভেট বেরী তার চিঠিতে ইরাম নিকোলিতা হককে অভিনন্দন জানিয়েছেন। মিনিষ্টার ইভেট বের নিকোলিতা ও তার পরিবারের সকলকে আমন্ত্রণ জানিয়েছিলেন এক সাফল্য উদযাপনী চায়ের দাওয়াতে। ১১ অক্টোবর ২০২৩ ক্যানবেরা মিউজিয়াম ও গ্যালারিতে অনুষ্ঠিত সেই চায়ের দাওয়াতে নিকোলিতা তার নিজের স্বপ্ন ডেপুটি চিফ মিনিস্টার ও অন্যান্যদের কাছে শেয়ার করার পাশাপাশি তাদের কাছ থেকে গ্রহণ করেছেন অমুল্য পরামর্শ যা তার বর্তমান ও ভবিষ্যৎ লক্ষ্য ও পরিকল্পনাসমুহ বাস্তবায়নে সহায়তা করবে।

অস্ট্রেলিয়া প্রবাসী নৃবিজ্ঞানী নাদিমুল হক মন্ডল ও রেজিনা সুলতানের জ্যেষ্ঠ কন্যা ইরাম নিকোলিতা হক তার কাজ ও প্রকল্পের মাধ্যমে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বসবাসরত বিবিধ সংস্কৃতির মানুষজনের জীবনে ইতিবাচক অবদান রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।

নিকোলিতার জন্য রইলো প্রিয় অস্ট্রেলিয়া পরিবারের শুভ কামনা।

Endnotes:
  1. [Image]: https://priyoaustralia.com.au/wp-content/uploads/2023/10/Photo-3-Eram-Nikolita-Haque-and-ACTs-Deputy-Chief-Minister-1-of-1-scaled.jpg

Source URL: https://priyoaustralia.com.au/community-news/canberra-news/2023/eram-nikolita-haque-audrey-fagan-enrichment-grant/