by Anonymous Writer | July 10, 2019 8:02 pm
মসজিদ নিয়ে খেলাটা জমেছ ভালোই, শিয়ালের কাছে মুরগি বর্গার মত, শত শত মানুষের ব্যক্তিগত তথ্য দক্ষিনের ডায়নামিক নেতার পাতিচামচারা অনুমতি ছাড়াই – হামটি হলের ডামটি নেতার নির্বাচনী প্রচারনায় ব্যবহার কইরা মাইনকা চিপায় পইরা গেছে,মনে হইতাছে । কমিউনিটির এই ডায়নামিক তথ্য প্রযুক্তি বিশারদরা মনে হইতাছে মার্কিন নির্বাচনী কৌশলেরও হারমানায় ফেলাইলো । বিশ্ব মোড়ল ট্রামপ পাগলারে এই মেধাগুলির খবর কেউ কি নিজ দায়িত্বে পৌছাইয়া দিবেন ।
বাঙ্গালী জাতীর সুপ্ত প্রতিভা গুলি বিশ্ব দরবারে তুলিয়া ধরা আমাদের নৈতিক কর্তব্যের মধ্যেই পরে মনে হয় । এই প্রতিভ গুলি আজ বড়ই অবহেলিত । ৩/৪ বছর এই রকম বানদর নাচ কমিউনিটির অধমরা দেখছিলো তখন কিন্তু সুশিলরা মারহাবা মারহাবা বইললা ধ্বনি দিছিলা । এখন যখন এই জেহাদী প্রযুক্তিবিদরা লুংগী ধইরা টান দিলো তখন সুশীলদের মনে হইলো – আমার মধ্যের ঠেং তো বাইর হইয়া গেলো। আগে জানতাম প্রেম আর যুদ্ধে নৈতিকতার বালাই নাই …. আর এখন তোমার উপাসনালয়ও সত্য নাই বিধাতা ।
Source URL: https://priyoaustralia.com.au/community-news/canberra-news/2019/%e0%a6%97%e0%a6%be%e0%a6%82%e0%a6%97%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.