Eid ul fitr reception party at the parliament of SA

by Priyo Australia | September 10, 2012 1:50 am

সাউথ অস্ট্রেলিয়া সরকারের ঈদত্তোর সম্বর্ধনা –

প্রতিবৎসরের মত এবার ও সাউথ অস্ট্রেলিয়া সরকার গত ২৮শে আগষ্ট ২০১২ সন্ধ্যা ৬ ঘটিকায় সাউথ অস্ট্রেলিয়া পার্লামেন্ট হাউসে সাউথ অস্ট্রেলিয়ায় বসবাসরত মুসলিম নের্তৃবৃন্ধের উদ্দেশ্যে ঈদত্তোর সম্বর্ধনার আয়োজন করেন ।সাউথ অস্ট্রেলিয়া সরকারের আয়োজিত এই সম্বর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ অস্ট্রেলিয়ার প্রিমিয়ার মিঃ জ্যায় হোয়েথরিল এমপি , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ অস্ট্রেলিয়ার মাল্টিকালচারাল মিনিষ্টার মিসেস জেনিফার রেনকিন এমপি ও সাউথ অস্ট্রেলিয়ার মাল্টিকালচারাল এফেয়ারস চেয়ারম্যান মিঃ বেন লি হিউই এবং পার্লমেন্টের বিরোধী দলীয় নেতা ও এমপি মিসেস ইসাবেলা রেমন্ড আরো উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন মিনিষ্টার , এমপিবৃন্ধ ও সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্ধ । উক্ত সম্বর্ধনা অনুষ্টানে আমন্ত্রণ জানানো হয় সাউথ অস্ট্রেলিয়ায় বসবাসরত বিভিন্ন মুসলিম জাতিগোষ্টির নের্তৃবৃন্ধকে ।সম্বর্ধনা অনুষ্টানে উপস্থিত ছিলেন বাংলাদেশ , তুরস্ক , পাকিস্থান ,সোমালিয়া ,ঘানা ,বুলগেরিয়া ,মালয়েশিয়া , ইন্দোনেশিয়া , ব্রুনাই ,সৌদিআরব ,সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিসর, লেবানন, তাজাকিস্থান, আফগানিস্থান কমিউনিটির নের্তৃবৃন্ধ । সম্বর্ধনা অনুষ্টানে প্রিমিয়ারের শুভেচ্ছা বক্তব্যের পরপরই শুরু হয় অন্যান্যদের বক্তব্য এবং বক্তব্যের পরপরই অতিথিদের আপ্যায়ন করা হয় । দুই ঘন্টাব্যাপি অনুষ্টানে বাংলাদেশ কমিউনিটির পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ অস্ট্রেলিয়া সোসাইটি অফ সাউথ অস্ট্রেলিয়া (বাছার ) প্রেসিডেন্ট জনাব ডঃ সাইফুল ইসলাম ও মিসেস সাহানা ইসলাম , জেনারেল সেক্রেটারী জনাব আরশাদ হোসেন ভূঁইয়া ও মিসেস আইরীন চৌধূরী ।

The Hon. Jay Weatherill MP , The Premier of South Australia & BASSA leaders from left of picture Mrs .Ireen Chaudhury , Mr. Arshad Hossain Bhuiyan ( General Secretary BASSA ) The Premier of SA & Dr. Shahiful Islam ( President of BASSA ).

More photos at https://priyoaustralia.com.au/photos/main.php?g2_itemId=13404&g2_highlightId=13405[1]

নিউজ
মনিরুল ইসলাম ।
এসিসট্যান্ট জেনারেল সেক্রেটারী বাছা ।
৩০শে আগষ্ট ২০১২
এডেলেইড ।

2012/pdf/154733_eid_ul_fitr_reception_party_at_the_parliament_of_sa_451160410.pdf[2] ( B) 

Endnotes:
  1. https://priyoaustralia.com.au/photos/main.php?g2_itemId=13404&g2_highlightId=13405: https://priyoaustralia.com.au/photos/main.php?g2_itemId=13404&g2_highlightId=13405
  2. 2012/pdf/154733_eid_ul_fitr_reception_party_at_the_parliament_of_sa_451160410.pdf: https://priyoaustralia.com.au/live/wp-content/uploads/files/2012/pdf/154733_eid_ul_fitr_reception_party_at_the_parliament_of_sa_451160410.pdf

Source URL: https://priyoaustralia.com.au/community-news/adelaide-news/2012/eid-ul-fitr-reception-party-at-the-parliament-of-sa/