অস্ট্রেলিয়াতে বাংলা প্রসার

by Priyo Australia | February 12, 2019 11:00 am

আপনারা অবগত আছেন বাংলা প্রসার কমিটি সুদীর্ঘ সতেরো  বছর যাবত বাংলা ভাষাকে অস্ট্রেলিয়ার বুকে সরকারী ভাবে স্কুলে পাঠ্য বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে নিউ সাউথ ওয়েলস সরকারী স্কুলে বাংলা ভাষাকে একটি সাবজেক্ট হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে যা বর্তমানে একটি  সেন্টারে ( লিভারপুল গার্লস হাই স্কুল ) শিক্ষা প্রদান করা হচ্ছে যা কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সাটারডে স্কুল হিসেবে পরিচিত। কর্তৃপক্ষ ইতিমধ্যে বাংলাভাষাকে আরও একধাপ উন্নীত করে ইয়ার ইলেভেন এবং টুয়েলভ এ পাঠদানের অনুমোদন দিয়েছে যা হেইচ এস সি তে এটার হিসেবে অন্তর্ভুক্তের প্রথম ধাপ। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক ছাত্র ছাত্রীর অভাবে এখনও তা চালু করা সম্ভব হয়নি। ২০১৯ সালে আবারো এই কর্মসূচী চালুর প্রচেষ্টা চলছে। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।
আপনারা যদি একটু প্রচার করেন তা হলে বাংলা ভাষায় আরও কিছু ছাত্রছাত্রী সংগ্রহ করা সম্ভব হবে এবং বাংলা বিষয়টি ইয়ার ইলেভেন এবং টুয়েলভ এ পাঠদানের অনুমোদন নিয়ে  হেইচ এস সি তে এটার হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে। 

২০১৯ সালের ফ্লায়ার সংযুক্ত করা হল। 

ধন্যবাদ। 

প্রচারে 
বাংলা প্রসার কমিটি

Source URL: https://priyoaustralia.com.au/community-news/2019/%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8/