by Faisal Khalid | May 17, 2018 4:20 pm
গতকাল ১৬/৫/২০১৮ সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় আলুমনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া (RUAAA) চ্যাপ্টারের কার্যনির্বাহী কমিটির সদস্য গন বাংলাদেশ থেকে আগত রাজশাহী বিশ্ববিদ্যালয় আলুমনাই এসোসিয়েশন-এর কেন্দ্রীয় কমিটির মাননীয় সভাপতি রাবির ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক নুরুল হোসেন চৌধুরীর সম্মানে এক ঘরোয়া নৈশভোজে অংশগ্রহন করেন। এ সময় RUAAA’র সভাপতি অবায়দুর রহমান পরাগ, সহ সভাপতি জুলফিকার আহমেদ, সাধারন সম্পাদক মেসবাহ্ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ফয়সাল খালিদ শুভ, সাংস্কৃতিক সম্পাদক জিয়াসহ মোশতাক, তরুণ, সুফিয়া, সিমি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মি: চৌধুরি অস্ট্রেলিয়া চ্যাপ্টারের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং নতুন প্রজন্মের সম্পৃক্তির ব্যাপারে সহমত পোষন করেন। কেন্দ্রীয় কমিটির ভবিষ্যত পরিকল্পনাসহ কিভাবে বিদেশে অবস্থানরত চ্যাপ্টারগুলো অবদান রাখতে পারে সে ব্যাপারে আলোকপাত করেন। তিনি RUAAA আয়োজিত আগামী সেপ্টেম্বরে আসন্ন Annual Dinner & cultural night এর সাফল্য কামনা করেন।
[1]
Source URL: https://priyoaustralia.com.au/community-news/2018/ruaaa%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%88%e0%a6%b6%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9c/
Copyright ©2025 PriyoAustralia.com.au unless otherwise noted.