রমজানের জন্য আবেদন

by Priyo Australia | May 3, 2018 10:19 am

আসসালামুআলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা।

সারাদিন রোজা রেখে দিনের শেষে পেট-পুরে খাওয়া-দাওয়া করতে কার না ভাল লাগে? এবং আমরা খাই। আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ পাক আমাদের প্রায় সব ধরনের খাবার ক্রয় করার সামর্থ দিয়েছেন। আমরা কি একবার ভেবে দেখেছি যে দুনিয়াতে কত ভাগ মানুষের এরকম সৌভাগ্য আছে যারা তাঁদের পছন্দের খাবারটি পেট-পুরে খেতে পারেন?

বাংলাদেশের গরীব মানুষের কথাই যদি বলি, যেখানে লক্ষ লক্ষ মানুষ রমজান মাসে প্রয়োজন অনুযায়ী খাবার না পাওয়ার কারনে হয়তো রোযাই রাখতে পারেন না। গত তিন বছর ধরে আমরা যে কাজটি করে যাচ্ছি, শহর থেকে অনেক দূরে প্রত্যন্ত গ্রামের অতি দরিদ্র কিছু পরিবারের লিস্ট করা হয়। রমজান মাসের রোযা শুরুর ২/১ দিন আগে তাঁদের বাড়ি-বাড়ি গিয়ে তা বিতরন করা হয়। এই সাহায্য গুলো পাওয়ার পর তাঁদের অশ্রু শিক্ত খুশির বহিঃপ্রকাশ, সে এক বিশেষ অনুভূতি।

আপনিও হতে পারেন এই খুশীর অংশীদার। গরীব মানুষকে খাওয়ালে এমনিতেই সওয়াব তার উপর গরীব রোযাদারকে খাওয়ানো আরও অনেক অনেক গুন বেশি সওয়াব। অস্ট্রেলিয়ান ১০০ ডলার একটি পরিবারের জন্য যথেষ্ট। আপনার যে কোন পরিমান অর্থ রশিদ মূলে গৃহীত হবে।

আমরা বাংলাদেশে বিশ্বস্ত ব্যক্তিদের দ্বারা এই প্রকল্প চালিয়ে আসছি। আপনার অংশগ্রহনে এই প্রকল্পের পরিধি অনেক প্রসারিত হবে ইনশাল্লাহ।

আবেদনে, শহীদুজ্জামান আলো President, HOPE Inc.
Contact: Email: info@myhope.org.au; Mob: 0403112456
Account name: HOPE Inc. BSB: 112879; Account no: 476967671

HOST OF THE PEACE ENVIRONMENT INC. (HOPE)
Reg. INC1601154; ABN 63260564439; CFN/24447
(Charitable fundraising authority)

Source URL: https://priyoaustralia.com.au/community-news/2018/%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a6%a8/